বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টাঙ্গাইলে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল বুধবার

টাঙ্গাইলে বিএনপির সকাল-সন্ধ্যা হরতাল বুধবার

শেয়ার করুন

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল ॥ বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক ও সাবেক জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি সুলতান সালাহউদ্দিন টুকুকে গ্রেপ্তারের প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপিসহ অঙ্গসংগঠনগুলো।

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

সমাবেশে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরহাদ ইকবাল বুধবার টাঙ্গাইল জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন।

সমাবেশে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি ছাইদুল হক, যুগ্ম সম্পাদক মির্জা রনি আহম্মেদ রিংকু, মাহমুদুল হক সানু, শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক, জেলা ছাত্র দলের সভাপতি খন্দকার রাশেদুল আলম রাশেদ ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান খান শফিক সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা। পরে হরতালের সমর্থনে খন্ড খন্ড মিছিল বের হয়।

জেলা বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান জানান, বিরোধী দলীয় নেতা বেগম খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা সিএসএফ এর গাড়ি থেকে সাবেক ছাত্রদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুকে আটক করে পুলিশ।

সোমবার রাতে দলের যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দেখতে খালেদা জিয়া সেখানে গেলে পুলিশ সিএসএফ এর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করে। পুলিশ এক পর্যায়ে সিএসএফর গাড়ির কাচ ভেঙে সুলতান সালাউদ্দিন টুকুকে বের করে আনে। পরে তাকে গ্রেপ্তার করে।

এ ঘটনার প্রতিবাদে বুধবার টাঙ্গাইলে সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।