বাংলাভূমি২৪ ডেস্ক ॥ লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত আয়োজনে ইসলামী ব্যাংকের তিন কোটি টাকা অনুদান নিয়ে দুই মন্ত্রীর ভিন্ন বক্তব্যে ধূম্রজাল সৃষ্টি হয়েছে। ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ টাকা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। অন্যদিকে সরকারের এক মন্ত্রী বলছেন সেখান থেকে টাকা নেয়া হয়নি। অন্যজন ওই টাকা ফিরিয়ে দেয়ার কথা বলছেন।
এ ব্যাপারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান জানান, যেহেতু দুই মন্ত্রী দুই ধরনের কথা বলেছেন, তাই আমি কোনো মন্তব্য করবো না।
ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আতাউর রহমান জানান, লাখো কণ্ঠে জাতীয় সংগীত আয়োজনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমরা তিন কোটি টাকা অনুদানের চেক দিয়েছি। তবে সরকার এই টাকা কোথায় ব্যয় করবে তা আমরা জানি না।
তিনি বলেন চেক হস্থান্তরের সময় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী উপস্থিত ছিলেন। আর ইসলামী ব্যাংকের পক্ষথেকে চেক তুলে দেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার।
আর এ বিষয়ে গত ১৫ মার্চ ব্যাংকের পক্ষ থেকে এ সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তিও পাঠানো হয়েছিল বলেও জানান তিনি।
লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত কর্মসূচিতে ইসলামী ব্যাংকের অর্থায়ন নিয়ে দুই মন্ত্রী বলছেন দুরকম কথা। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপির বক্তব্য জনমনে তৈরি করেছে নতুন বিরোধ। একজন বলছেন ইসলামী ব্যাকের অনুদান নেওয়া হয়নি। আর অন্যজন বলছেন অনুদান ফেরত দেওয়া উচিত।
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর মঙ্গলবার দুপুর সচিবালয়ে তার নিজ দফতরে এক সংবাদ সম্মেলনে বলেন, লাখো কণ্ঠে জাতীয় সঙ্গীত কর্মসূচিতে ইসলামী ব্যাংক থেকে কোনো অর্থই নেওয়া হয়নি।
তিনি আরো বলেন, জাতীয় সঙ্গীতে স্পন্সর করার জন্য দেশের ব্যাংকগুলোকে চিঠি দেওয়া হলেও ইসলামী ব্যাংককে কোনো চিঠি দেওয়া হয়নি। কারণ জাতীয় সঙ্গীত একটি স্পর্শকাতর বিষয়। তাই ইসলামী ব্যাংককে রাখা হয়নি এ আয়োজনে।
অন্যদিকে মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমিতে মোবাশ্বের আলী স্বর্ণপদক-২০১৪ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ইসলামী ব্যাংকের এ টাকা দিয়ে ২৬ মার্চ জাতীয় সংগীতের অনুষ্ঠান করা ঠিক হবে না। তাদের টাকা ফেরত দেয়া উচিত। শেখ হাসিনা সরকারের ভুলত্রুটি থাকতে পারে। তারপরও একমাত্র এই সরকারই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার সাহস দিতে পারে।
তিনি বলেন, যুদ্ধাপরাধীদের যেমন ছাড় দেয়া যাবে না, তেমনি জঙ্গিবাদকেও ছাড় দেয়া যাবে না। ইবলিশ এবং ফেরেশতার মধ্যে যেমন সংলাপ হতে পারে না, তেমনি জঙ্গিবাদের সঙ্গে গণতন্ত্রেরও কোনো সংলাপ হতে পারে না।
প্রসঙ্গত, ২৬ মার্চ স্বাধীনতা দিবসে লাখো কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার বিশ্বরেকর্ড গড়ার উদ্যোগ নিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়। এ আয়োজনের জন্য ইসলামী ব্যাংকের পক্ষে ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার ১৪ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তিন কোটি টাকা অনুদানের চেক তুলে দেন।প্রা.নি