এম এম মামুন,রাজশাহী ব্যুরো:
রাজশাহীর চারঘাট উপজেলায় অসময়ে নদী ভাঙ্গন প্রতিরোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে এবং অবৈধ বালু উত্তোলন, চাঁদা দাবি বন্ধসহ থানা পুলিশের বিরুদ্ধে ঘুষ দুর্নীতির প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল) বেলা সাড়ে ১১ টায় চারঘাট বাজার চার রাস্তার মোড়ে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, উপজেলা বিএনপির সভাপতি সাবেক মেয়র জাকিরুল ইসলাম বিকুল, পৌর বিএনপির সভাপতি আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাহাবুর রহমান।
রাজশাহী জেলা বিএনপির আহ্বয়ক আবু সাঈদ চাঁদ বলেন, হঠাৎ করেই অসময়ে পদ্মার ভাঙ্গনে আজ নদীর পাড়ের মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। নদীর পাড়ের মানুষ বিগত ১৭ বছর নদীর বাধ নির্মানের আশ্বাসের বানী শুনতে শুনতে বোবা হয়ে গেছে। কোন সুফল পায়নি নদীর তীরের মানুষ। এখন মানুষ আর আশার বানী শুনতে চাই না।
আবু সাঈদ চাঁদ বলেন, পদ্ম নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে আজ নদীর তীর ভাঙ্গনের মুখে পড়েছে। চারঘাটের পুলিশ প্রশাসনসহ সরকারী কর্মকর্তারা আজ ঘুষ দুনীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। পুলিশ তাদের সরকারী দায়িত্ব পালন না করে ফেন্সিডিলসহ চোরাচালানীর টাকা আদায়ে ব্যাস্ত। এমন অবৈধ পন্থায় টাকা আদায় থেকে পুলিশ বিরত না থাকলে চারঘাটের মানুষকে সঙ্গে নিয়ে পুলিশের বিরুদ্ধে জোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
তিনি বলেন, চারঘাটের ওসি একজন ব্যর্থ ওসি। শুধু টাকা কামায় করতে ব্যস্ত এই ওসি। তাই দ্রুত সময়ের মধ্যে এই ওসির অপসারণের দাবি করেন আবু সাঈদ চাঁদ।
চাঁদ আরও বলেন, চারঘাটে প্রকশ্যে বাড়ি ঘর ভাংচুর হয়, লুটপাট হয়। আর স্থানীয় পুলিশ দর্শকের ভূমিকা পালন করে। আজ আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। অথচ পুলিশ তাদের আইনের আওয়তায় আনছে না। পুলিশ শুধু নিজেদের আখের গোছাতেই ব্যস্ত। পুলিশ জনগণের জানমালের কোনো নিরাপত্তা দিতে পারছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আইন প্রয়োগকারী সংস্থাকের জানাতে চায় আপনারা জনগনের বন্ধ হয়ে কাজ করুন।
মাবনবন্ধনে বক্তারা বলেন আমরা একাধিকবার বিভিন্ন দপ্তরে নদী ভাঙ্গন রোধে বাধ নির্মাণের জন্য আবেদন করলেও কোন সুফল পায়নি। ইতিমধ্যে গত এক বছরে নদীতীরবর্তীর প্রায় কয়েক বিঘা জমি নদীগর্ভে বিলীন হয়ে গিয়েছে। এছাড়া চলতি সুষ্ক মৌসুমে ভাঙ্গন অব্যহত রয়েছে। তাই নদীভাঙ্গন এলাকা পরিদর্শন করে নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য আহ্বান জানান এলাকাবাসী।
মানববন্ধনে অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জালাল উদ্দিন, যুগ্ম সম্পাদক শাহিনুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, পৌর বিএনপির সাধারন সম্পাদক নাজমুল হক, যুগ্ম সম্পাদক আবু সালেক আদিল, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক সাব্বির হোসেন মুকুট, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক আলমগীর হোসেন, সাবেক আহ্বায়ক বুলবুল হোসেন প্রমুখ।
চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানের মোবাইল ফোনে যোগাযোগ করলে,তিনি ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।