স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: কার্লোস তেভেজের শটটি জালে জড়িয়ে যেতেই বাধভাঙা উল্লাস। মাথার ওপর চেপে বসা বিশাল এক পাথর সরে যাওয়ার যে আনন্দ সেটা যেন শিরোপা জয়ের মুহূর্তটিকেও ছাড়িয়ে যাওয়ার মত। নির্দিষ্ট ৯০ মিনিটের পর টাইব্রেকারে ৭ শটের পেনাল্টি শ্যুটআউট। অবশেষে যখন কলম্বিয়ার বিপক্ষে ৫-৪ গোলের কাংখিত জয়টি এসেই গেল, তখন মেসিদের উল্লাসে কোন বাধা থাকার কথা নয়।
একেবারে শেষের নায়ক কে তাহলে? সার্জিও রোমেরো নাকি কার্লোস তেভেজ। পেনাল্টি শ্যুট আউটে যেভাবে মিসের মহড়া শুরু করেছিলেন লুকাস বিগলিয়া আর মার্কোস রোজোরা, তাতে কার্লোস তেভেজ যদি শেষ শটটা জালে জড়াতে না পারতেন তাহলে ভিন্ন কিছুও হতে পারতো। আবার রোমেরো যদি ঝাঁপিয়ে পড়ে জুনিগার শটটি না ঠেকাতেন তাহলে তেভেজ শট নেওয়ার আগেই ম্যাচ শেষ হয়ে যেতে পারতো।
এমন অনেক আলোচনাই এখন হতে পারে। তবে ৯০ মিনিট এবং ভাগ্য নিয়ন্ত্রণকারী টাইব্রেকারের ৭টি শট শেষে ম্যাচ জয়ীর নাম আর্জেন্টিনাই। কলম্বিয়াকে ট্রাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কোপা আমেরিকার সেমিফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির আর্জেন্টিনা।