শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টাইগারদের শোচনীয় পরাজয়

টাইগারদের শোচনীয় পরাজয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
৪৭ রানের পরাজয়ে ২-০ ব্যবধানে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজ জিতে নিয়েছে ভারত। ১০৬ রানের সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ৫৮ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ।

এর আগে ২০১১ সালে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সর্বনিম্ম ৫৮ রানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অলআউট হয়েছিল। এবারও সেই ৫৮ রানেই আটকে গেল বাংলাদেশ।
ভারতের হয়ে স্টুয়ার্ট বিনি মাত্র ৪ রানের খরচে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের ইনিংস একাই গুড়িয়ে দিয়েছেন।
সহজ টার্গেটে ব্যাটিংয়ে নেমে ১৩ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ।
ব্যর্থতার বৃত্তে থাকা তামিম ইনিংসের প্রথম বলে বাউন্ডারি হাঁকালেও দ্বিতীয় বলে মোহিত শর্মার বলে উইকেটের পেছনে ক্যাচ দেন।
এরপর আনামুল হক (০) পয়েন্টে রাহানের হাতে মোহিত শর্মার দ্বিতীয় শিকারে পরিণত হন।
তৃতীয় উইকেটে অভিষিক্ত মিঠুন আলীকে নিয়ে প্রতিরোধ গড়ে মুশফিকুর রহিম।
দলকে ৪৪ রান পর্যন্ত টেনে নেন। এরপর স্টুয়ার্ট বিনির বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলীয়নের পথ ধরেন মুশফিকুর রহিম (১১)।
দলীয় রান ৪৪ ধেকে ৫৮ পর্যন্ত যেতেই আরও ছয় উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
একে একে সাজঘরে ফিরেছেন মিঠুন আলী (২৬), মাহমুদুল্লাহ রিয়াদ (০), সাকিব আল হাসান (৪), জিয়াউর রহমান (০), মাশরাফি বিন মর্তুজা (২) ও নাসির হোসেন (৫)।
শেষ ব্যাটসম্যান হিসেবে আল-আমিন হোসেনকে বোল্ড করে ভারতের জয় নিশ্চিত করে ম্যাচ সেরা স্টুয়ার্ট বিনি।
বিনি ছাড়াও মোহিত শর্মা ২২ রানে ৪ উইকেট নেন।
এর আগে দুপুরে মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাটিং করতে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০৫ রানে গুটিয়ে যায় ভারত।
দুই পেসার মাশরাফি ও তাসকিন আহমেদের তোপে পুড়ে ভারত। অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ তাজিম একাই নিয়েছেন পাঁচ উইকেট।
৮ ওভারে ২৮ রানে ৫ উইকেট নিয়েছেন তিনি।
এছাড়া মাশরাফি বিন মর্তুজা ২টি এবং সাকিব ও আল-আমিন ১টি করে উইকেট নিয়েছেন।
ইনিংসের প্রথম ওভারের দ্বিতীয় বলেই উইকেট তুলে নেন মাশরাফি বিন মর্তুজা। তিনি আউট করেন আজিঙ্কা রাহানেকে (০)।
৫.২ ওভারে ১ উইকেট হারিয়ে ১৪ রান সংগ্রহ করে ভারত। এরপরই বৃষ্টি এসে হানা দেয় ম্যাচে। আড়াই ঘন্টা খেলা বন্ধ থাকার পর আবারো ম্যাচ শুরু হয়।
বৃষ্টির পর অভিষিক্ত পেসার তাসকিন আহমেদ আলো ছড়ান। একে একে তিন উইকেট তুলে নেন তিনি।
তাসকিনের শিকার হয়ে সাজঘরে ফিরেন ওপেনার রবিন উথাপ্পা (১৪), আম্বাতি রাইডু (১) ও চেতেশ্বর পূজারা (১১)।
এরপর নিজের শেষ ওভারে ঋদ্ধিমান সাহাকে (৫) সাজঘরে ফেরত পাঠান মাশরাফি। একই সাথে ভারতের অধিনায়ক সুরেশ রায়নাকে (২৭) রান আউট করেন তিনি।
পরের ওভারে বোলিংয়ে ফিরে অক্ষর প্যাটেলকে (৮) সরাসরি বোল্ড করেন ঝিনাইদহের তারকা আল-আমিন হোসেন।
পাঁচ ওভার পর বোলিংয়ে এসে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। উইকেটের পেছনে স্টুয়ার্ট বিনিকে (৩) তালুবন্দি করান এই পেসার।
এরপর এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন অমিত মিশ্রকে (৪)। এই উইকেট দিয়ে প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে অভিষেক ম্যাচে পাঁচ উইকেট নেয়ার কৃতিত্ব গড়লেন তাসকিন।
ভারত শিবিরের শেষ উইকেটটি নেন সাকিব আল হাসান। ১৭ রান করা উমেশ যাদব প্রথম স্লিপে নাসিরের তালুবন্দি হন।
উল্লেখ্য, প্রথম ওয়ানডেতে ভারত ৭ উইকেটের জয় পায়।