শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > টঙ্গীতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

টঙ্গীতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর কলেজগেট এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ফলে মহাসড়কটিতে দীর্ঘ যানজট লাগায় ভোগান্তিতে পড়েছেন ঈদে ঘরমুখো মানুষ।

বুধবার (০৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা ফুটওভার ব্রিজের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

শেষ খবর (সকাল ১০ টায়) পাওয়া পর্যন্ত সড়ক অবরোধ ও বিক্ষোভ করছে শিক্ষার্থীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শিক্ষার্থীরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে ওই সড়কে সকল প্রকার যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, অবরোধের কারণে ওই সড়কে সকল প্রকার যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করতে চেষ্টা করছে।

এর আগে গত সোমবার একই দাবিতে প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।