স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাস্তা পার হতে গিয়ে বাস চাপায় এক পোশাক কারখানার কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ শ্রমিকরা প্রায় এক ঘণ্টা ওই মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহত মো.বিল্লাল হোসেনের বাড়ি বাড়ি দিনাজপুরে। তিনি স্থানীয় ‘নিপ্পন গার্মেন্ট ইন্ডাস্ট্রিস লিমিটেড’ নামের একটি পোশাক কারখানার কোয়ালিটি কর্মকর্তা ছিলেন।
গাজীপুর ট্রাফিক বিভাগের সিনিয়র সহকারী পুলিশ সুপার সালেহ উদ্দিন আহমেদ বলেন, বিল্লাল দুপুরের খাবার খেয়ে কারখানায় ফিরছিলেন। এ সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার প্রথমে টঙ্গী হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে ঢাকায় নেওয়ার পথে বিল্লালের মৃত্যু হয়।
সালেহ বলেন,“বিল্লালের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়; সৃষ্টি হয় তীব্র যানজটের।”
পরে পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের রাস্তা থেকে সড়ক থেকে সরিয়ে নিলে বিকাল সোয়া ৫টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয় বলে জানান তিনি।