বুধবার , ১৩ই নভেম্বর, ২০২৪ , ২৮শে কার্তিক, ১৪৩১ , ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > টঙ্গীতে প্লস্টিকের বস্তা ও পলিথিন গোডাউনে অগ্নিকান্ড

টঙ্গীতে প্লস্টিকের বস্তা ও পলিথিন গোডাউনে অগ্নিকান্ড

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর : গাজীপুরের টঙ্গীর পুর্বআরিচপুর এলাকায় পুরাতন প্লস্টিকের বস্তা ও পলিথিনের একটি গোডাউনে শনিবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় পৌণে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, রাত ১১টার দিকে পুর্বআরিচপুর এলাকায় মো: জুলহাস মিয়ার মালিকানাধীণ পুরাতন প্লস্টিকের বস্তা ও পলিথিনের গোডাউনে আগুন লাগে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফাসার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নেভাতে শুরু করে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো: আতিকুল ইসলাম জানান, প্রায় পৌণে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভানো হয়। বৈদুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং গোডাউনে থাকা প্লস্টিকের বস্তা, পলিথিন ও অন্যান্য মালামাল পুড়ে আনুমানিক তিন লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।