সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > সারাদেশ > টঙ্গীতে ওষুধ কারখানায় অগ্নিকান্ড

টঙ্গীতে ওষুধ কারখানায় অগ্নিকান্ড

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর টঙ্গীতে ওষুধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ড্রাগ ইন্টান্যাশনাল লি: নামক কারখানায় অগ্নিকান্ড ঘটেছে।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে টঙ্গীর আমতলী এলাকার ওই ওষুধ কারখানায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের চার ইউনিটের কর্মীরা প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মানিকুজ্জামান বলেন, ওই ওষধ কারখানার মালামাল মজুদ কক্ষে আগুনের সূত্রপাত হয়। মূহুর্তেই কারখানাটির নিচতলায় আগুন ছড়িযে পড়ে। এতে নির্মাণাধিন কারখানায় ভেতরে অবস্থান করা শ্রমিক ধোঁয়ায় অক্সিজেনের অভাবে অসুস্থ হয়ে পড়ে। তবে তারা বের হতে পারলেও অন্তত দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা যায়। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়ে তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানাটির নির্বাহী পরিচালক (লজেষ্টিক) শহিদুল ইসলাম বাদল জানান, নির্মাণাধিন ভবনের নিচতলায় এসি, কাটুন ও বৈদ্যুতিক যন্ত্রাংশ মজুদ রাখা হয়েছিলো। তবে তিনি হতাহতের বিষয়টি অস্বীকার করেনে।

ঘটনার পর পর গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার (টঙ্গী জোন) আহসান হাবিব, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিণ) মো. শাহাদাত হোসেন, টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।