শাহান সাহাবুদ্দিন
গাজীপুরের শ্রীপুরে ঝুট ব্যবসায়ী সেলিম সিকদার ও শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জয়নাল আবেদীন মণ্ডলের মধ্যে টাকার লেনদেন নিয়ে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়েছে। রোববার রাত থেকে অডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়ে, যা মুহূর্তেই ব্যাপক আলোচনার জন্ম দেয়।জানা গেছে, অডিওটি ঝুট ব্যবসায়ী সেলিম সিকদারের মোবাইল ফোনে রেকর্ড করা হয়েছিল। তিনি গাজীপুরের শ্রীপুর উপজেলার নগরহাওলা গ্রামের জালাল উদ্দিনের ছেলে। অন্যদিকে, অডিওতে কণ্ঠ পাওয়া গেছে শ্রীপুর থানার ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডলের।
অডিওর সত্যতা যাচাই করতে সেলিম সিকদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘হ্যাঁ, এটি আমার সঙ্গে ওসি সাহেবের কথোপকথনের রেকর্ড। প্রায় দুই মাস আগে রেকর্ড করেছিলাম। এর মধ্যে আমার মোবাইল ফোন হারিয়ে গিয়েছিল, কিছুদিন আগে সেটি উদ্ধার করি। তবে রেকর্ডটি কীভাবে ফাঁস হলো, তা আমি জানি না।’স্থানীয় সচেতন মহল মনে করছেন, অডিওটি ঘিরে শ্রীপুরের রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সাধারণ মানুষের মধ্যেও প্রশ্ন উঠেছে আইনের রক্ষক যদি এমন অর্থনৈতিক লেনদেনে জড়িয়ে পড়েন, তাহলে বিচারব্যবস্থা কতটা নিরাপদ?
এ বিষয়ে বক্তব্য জানতে চাইলে ওসি মো. জয়নাল আবেদীন মণ্ডল বলেন, ‘সেলিম একজন চিহ্নিত আসামি। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কিছুদিন আগে সে গ্রেফতার হয়েছিল এবং সম্প্রতি জামিনে ছাড়া পেয়েছে। এখন সুপার এডিট করে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’