জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকাল ১০টায় শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভা মিলিত হয়।
ঝিনাইদহ স্থানীয় সরকার এর উপ-পরিচালক আবু ইউসুফ মোহাম্মদ রেজাউর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মাহবুব আলম তালুকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল ওয়াহেদ জোয়ার্দ্দার।সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন এর সার্বিক তত্ববধানে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন অতিথি বৃন্দ। সরকারী সেবাদানকারী, টেকনোলজি, ই-সেবা, আউটসোসিং বিভিন্ন ক্যাটাগরির ৪২ টি স্টল এ মেলায় স্থান পেয়েছে। আগামী বৃহস্পতিবার এ মেলার সমাপনী অনুষ্ঠিত হবে।