শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঝিনাইদহে ১৯৯ বোতল ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক

ঝিনাইদহে ১৯৯ বোতল ফেনসিডিলসহ তিন ব্যবসায়ী আটক

শেয়ার করুন

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহে সোমবার রাতে মাদকসহ তিন ব্যবসায়ী আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬। এ সময় ১৯৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিল উদ্ধার করে র‌্যাব। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার হাসনহাটি গ্রামের হযরত আলীর ছেলে মোঃ আইয়ুব আলী (৩৪), বুয়ালী গ্রামের ছবের আলীর ছেলে মোঃ সেলিম (৩৮),গড়াইটুপি গ্রামের পুইন্টা মন্ডলের ছেলে মোঃ শরিফুল ইসলাম (৩২)।
ঝিনাইদহের র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৬ এর ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার এএসপি মোঃ রমজান আলী জানান, র‌্যাবের একটি দল সদর উপজেলার নয় মাইল কুশোগাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় রাস্তার পাশের একটি ভূট্টা ক্ষেত হতে ১৯৯ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ ফেনসিডিলসহ তিন মাদক বিক্রেতাকে আটক করে। আটকের সময় ফেনসিডিল বিক্রয়ের তিন হাজার একশত টাকা উদ্ধার করে র‌্যাব। আটককৃতরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিল এর ব্যবসা করে আসছে বলে তিনি জানান।