সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঝিনাইদহে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন দেকানে জরিমানা

ঝিনাইদহে মোবাইল কোর্টের অভিযানে বিভিন্ন দেকানে জরিমানা

শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদ সদর উজেলার নগরবাথান বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে বিভিন্ন দোকানে জরিমানা করেছে। গতকাল বৃহসপতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান চলে। অভিযান পরিচালনা করেন, বাণিজমন্ত্রণালয়ের অধিন ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, ঝিনাইদহের সহকারী পরিচালক মোঃ মামুনুল হাসান। অভিযান দলে আরও ছিলেন ঝিনাদহ জেলার বাজার কর্মকর্তা মোঃ নূর মোমেন ও কনজুমার এসোসিয়েসন অব বাংলাদেশ (ক্যাব) ঝিনাইদহের সভাপতি আমিনুর রহমান টুকু। ঝিনাইদহ জেলা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করেন। মোবাইল টিম নগরবাথান বাজারে দুইটি ঔষধের দোকান, একটি মুদি, একটি বেকারি ও একটি কসমেটিকের দোকানে অভিযান চালিয়ে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় মেয়াদ উত্তীর্ণ মালামাল বিক্রি, বিক্রয়ের জন্য নয় এমন ঔষধ বিক্রি, মালামালের গায়ে দাম না লেখা থাকা, বেশি দামে বিক্রি, দোকানে দামের তালিকা টাঙ্গানো না থাকা, খাবার অযোগ্য বাসি খাবার বিক্রি করা, সিনথেটিক ব্যাগ ব্যবহার ইত্যাদি কারণে এ সকল জরিমানা করা হয়। এছাড়া বিক্রয়ের জন্য অবৈধ ভারতীয় মলামাল পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনার সময় টিমের সদস্যগন উপস্থিত ভোক্তাসাধারনকে অভিযানের উদ্দেশ্য, জরিমানা করার করণ ব্যাখ্যা সহ তাদেরকে সচেতন করেন।