শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঝিনাইদহে মহিলা ও শিশু উন্নয়নের উপর প্রশিক্ষণ কর্মশালা

ঝিনাইদহে মহিলা ও শিশু উন্নয়নের উপর প্রশিক্ষণ কর্মশালা

শেয়ার করুন

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহের হরিণাকুন্ডুুতে জেলা তথ্য অফিসের আয়োজনে মহিলা ও শিশু উন্নয়নে যোগাযোগ কার্যক্রমের আওতায় দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। জেলা তথ্য অফিসার এ.এস.এম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ রবিউল হাসান। বক্তব্য রাখেন সাংবাদিক ও মানবাধিকার সাংগঠক অধ্যক্ষ আমিনুর রহমান (টুকু), জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আইয়ুব হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মাষ্টার মহিউদ্দিন আহাম্মেদ, অধ্যক্ষ শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ফজলুর রহমান, আব্দুল কাদের মাষ্টার, মেহেদী হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা শিলা বেগম, মিডিয়া কর্মী, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউপি সদস্যবৃন্দ, মসজিদের ইমাম, নিকাহ রেজিঃ কাজীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কর্মশালায় বক্তাগণ বলেন, মহিলা ও নারীর ক্ষমতায়ন, শিশু অধিকার, বাল্য বিবাহ প্রতিরোধ ও যৌতুক নিরোধ করতে হবে।