ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী গ্রামের জঙ্গি আস্তানায় অপারেশন ‘সাউথ প’ বা দক্ষিণের থাবা সম্পন্ন হয়েছে। তবে
এখানে কোনো জঙ্গি পাওয়া যায়নি। উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ বিস্ফোরক ও রাসায়নিক দ্রব্য। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার বিকাল পর্যন্ত সতর্কতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ওই বাড়িতে অপারেশন পরিচালনা করেন। মূল অপারেশন শুরু করে শনিবার সকাল ৯টার দিকে। চলে দুপুর ২টা পর্যন্ত।
অপারেশন শেষে খুলনা রেঞ্জের ডিআইজি মো. দিদার আহম্মেদ এক সংবাদ সম্মেলনে জানান, বিভাগীয় পর্যায়ের ৩/৪ জন জঙ্গি এই বাড়িতে আসা যাওয়া করতো। বাড়িটি জঙ্গিদের বোমা তৈরির কারখানা হিসেবে ব্যবহৃত হতো। প্রেস বিফ্রিংকালে তিনি বলেন জঙ্গি আব্দুল্লাহর বাড়িটি নিউ জেএমবি’র সদস্যরা বোমা তৈরির কারখানা হিসাবে ব্যবহার করতো। এ আস্তানায় দেশের বিভিন্ন স্থান থেকে উচ্চ পর্যায়ের জঙ্গিরা আসা যাওয়া করতো। কারা এ বাড়িতে আসতো তাদের নাম ঠিকানা জানা গেলেও তদন্তের স্বার্থে বলা যাবে না বলে ডিআইজি জানান। এই জঙ্গি আস্তানা থেকে ২০টি রাসায়নিক কনটেইনার, সুইসাইডাল বেল্ট ৯টি, একটি প্রেসার কুকার বোম, ৩টি সুইসাইডাল ভেস্ট, ৮/১০টি মাইন সাদৃশ্য বস্তু, প্রচুর পরিমাণে ইলেক্ট্রিক সার্কিট, একশ প্যাকেট লোহার ছোট বল, ১৫টি জেহাদী বই, ৭ রাউন্ড গুলিসহ একটি পিস্তল ও একটি চাপাতি উদ্ধার করা হয়। বোমা নিষ্ক্রিয় করার সময় বোমার আঘাতে জঙ্গি আস্তানাটির ঘরের চালা উড়ে যায় ও দেয়াল ভেঙে পড়ে। অভিযানে ঢাকা থেকে আসা কাউন্টার টেরোরিজম ইউনিটের ৭ জন বোমা নিষ্ক্রিয়কারীসহ ৩০ জন সদস্য, খুলনা রেঞ্জ পুলিশ, ঝিনাইদহ পুলিশ, এলআইসি টিম ও পিবিআই টিমসহ ৪শ’ সদস্য এ অভিযানে অংশ নেন।