শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঝিনাইদহের মহেশপুর থানায় বিজিবির মামলা দায়ের

ঝিনাইদহের মহেশপুর থানায় বিজিবির মামলা দায়ের

শেয়ার করুন

ঝিনাইদহ থেকে জাহিদুর রহমান তারিক ॥
ঝিনাইদহের মহেশপুর সীমান্তের বিজিবির জুলুলী বিওপির মাটিলা সীমান্তে বিজিবির উপর হামলা ও সরকারী কাজে বাধাদানের অভিযোগে ১২জনের নাম উলে¬খ করে অজ্ঞাত আরও ৩০জনকে আসামী করে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীরা চোরাকারবারীর সাথে জড়িত বলে মামলায় উলে¬খ করা হয়েছে। মামলাটি দায়ের করেন বিজিবির জুলুলী ক্যাম্পের কমান্ডার শিশির কুমার। মহেশপুর থানার ওসি সাহিদুল ইসলাম শাহীন জানান, রবিবার রাত ১০টার দিকে বিজিবি জুলুলী ক্যাম্প কমান্ডার শিশির কুমার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন । বিজিবির উপর হামলা, সরকারী কাজে বাধা দেওয়া ও চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ এনে এ মামলা দয়ের করেন। এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেননি বলে তিনি জানান।
উলে¬খ্য বিজিবির জুলুলী বিওপি মাটিলা সীমান্তে গত ৩০ তারিখ রাত সাড়ে ৭ টার দিকে ভারত থেকে গরু আনার সময় চোরাকারবারিদের সাথে সংঘর্ষে বিজিবির গুলিতে রফিকুল নামে একজন নিহত ও ৩ জন আহত হওয়ার ঘটনা ঘটে।