সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ !

ঝিনাইদহের কোটচাঁদপুরে ৫টি ইউনিয়নের ৪৯টি কেন্দ্রই ঝুঁকিপূর্ণ !

শেয়ার করুন

ঝিনাইদহ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার ৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সরকারদলীয় কতিপয় প্রার্থীর কেন্দ্র দখল ও প্রকাশ্যে ভোট কাটার হুমকির শঙ্কা নিয়ে আগামীকাল মঙ্গলবার। এ নির্বাচনকে ঘিরে গ্রামের মানুষের মধ্যে অজানা আতংক বিরাজ করছে। ইতিমধ্যে পাঁচ ইউনিয়নের ৪৯টি কেন্দ্রেই অধিক ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করেছে পুলিশ প্রশাসন। এজন্য আনসার সদস্যদের ২টির পরিবর্তে চারটি করে অস্ত্র দেয়া হচ্ছে। থাকছে বিজিবি, র‌্যাব ও পুলিশের বিশেষ টহল। ঝিনাইদহের কোটচাঁদপুরের দোড়া ও কুশনা ইউনিয়নের প্রতিটি কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টির আশংকা করেছে প্রার্থীরা। তবে প্রশাসনের পক্ষ থেকে কঠোরভাবে আচরণবিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দাবি করা হচ্ছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, কোটচাঁদপুরের ৫টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৮১ হাজার ১শত ৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪০ হাজার ৮শ ৪৭ জন এবং মহিলা ভোটার রয়েছে ৪০ হাজার ৩শ ৫২ জন। ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৫১ জন, সাধারণ মেম্বার পদে ১৬২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। এর মধ্যে সাবদারপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড থেকে তাফসিরুজ্জামান ও কুশনা ইউনিয়নের ৩নং ওয়ার্ড থেকে নাছির উদ্দীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
চেয়ারম্যান পদে ইউনিয়ন ৫টিতে নির্বাচন করছেন ১নং সাবদারপুর ইউনিয়ন থেকে নৌকা প্রতিক নিয়ে নওশের আলী নাছির, বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে মিজানুর রহমান খান লাভলু, জামাতের স্বতস্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে গোলাম মোস্তফা ও স্বতন্ত্র প্রার্থী বেলায়েত হোসেন আনারস প্রতীক নিয়ে।
দোড়া ইউনিয়নে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে কাবিল উদ্দীন বিশ্বাস, বিএনপি’র ধানের শীর্ষ নিয়ে মনিরুল ইসলাম মণ্টু, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াতের আব্দুর রাজ্জাক মোটরসাইকেল প্রতীক নিয়ে, জাসদ থেকে মশাল প্রতীক নিয়ে মানিক মিয়া এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসাবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন জাহিদুর রহমান চাঁদ।
কুশনা ইউনিয়নে নৌকা প্রতিক নিয়ে আব্দুল হান্নান, ধানের শীষ নিয়ে লিয়াকত আলী, আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে জামায়াতের শরিফুর রহমান টিটো, জসদের মশাল প্রতিকে ওয়াহেদুজ্জামান, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) আতিয়ার রহমান মোটরসাইকেল প্রতীকে এবং বিএনপি’র বিদ্রোহী প্রার্থী (স্বতন্ত্র) হিসাবে উপজেলা বিএনপি’র সভাপতি সিরাজুল ইসলামের ছেলে জুলফিকার আলী রাজা আনারস প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বলুহর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে রয়েছেন, নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের আব্দুল মতিন, বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে রফিকুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোটরসাইকেল প্রতীক নিয়ে জামায়াতের শাহ আলম এবং আনারস প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে শরিফুল ইসলাম।
এলাঙ্গী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে মিজানুর রহমান খান, বিএনপি’র ধানের শীষ প্রতীক নিয়ে আব্দুর রাজ্জাক এবং জামায়াতের স্বতস্ত্র প্রার্থী হিসাবে আনারস প্রতীক নিয়ে লড়ছেন মোহাম্মদ শাহাবুদ্দীন।
আগামি মঙ্গলবারের নির্বাচনে বিএনপি প্রার্থীদের সাথেই মূলত লড়াই হবে বলে ভোটাররা জানান।