শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জয় নিয়ে শীর্ষে পর্তুগাল

জয় নিয়ে শীর্ষে পর্তুগাল

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ তথা ইউরোর বাছাইপর্বের ‘আই’ গ্রুপে সোমবার সার্বিয়ার মুখোমুখি হয় পর্তুগাল। এই ম্যাচে রোনালদো আলো ছড়াতে না পারলেও পর্তুগাল জিতেছে ২-১ গোলে। আর এই জয়ের ফলে ইউরো বাছাইপর্বে ‘আই’ গ্রুপের শীর্ষে উঠেছে পর্তুগীজরা।
ম্যাচের ১০ মিনিটে রিকার্ডো কারভালহোর গোলে এগিয়ে যায় পর্তুগাল। নিচু হয়ে আসা বলে হেড দিয়ে দারুণ এক গোল করেন তিনি। প্রথমার্ধে আর কোনো গোল হয় না। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে সার্বিয়ার নেমাঞ্জা মাতিক গোল করে ম্যাচে সমতা ফেরান। কিন্তু এই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। ম্যাচের ৬৩ মিনিটে ফ্যাবিও কোয়েন্তারোর গোলে আবারও এগিয়ে যায় পর্তুগাল।
এই গোলটি অবশ্য বাদবাকি সময়ে আর শোধ দিতে পারেনি সার্বিয়ানরা।
এ জয়ের ফলে ৪ ম্যাচের ৩টিতে জিতে ও ১টিতে হেরে ৯ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে অবস্থান নিয়েছে পর্তুগাল। ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ডেনমার্ক। সমান পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে আলবেনিয়া। ১ পয়েন্ট নিয়ে সার্বিয়া চতুর্থ ও আরমেনিয়া পঞ্চম স্থানে রয়েছে।