বিনোদন ডেস্ক ॥ প্রেমের সম্পর্কে ছেদ ঢুকেছে বেশ আগে। আর সেই ছেদের কারণে বিচ্ছেদে গেছেন তাও অনেক দিন। কিন্তু বিচ্ছেদ-পরবর্তী সময়ে প্রতিযোগিতার মাঠে নামা এটাই প্রথম। একদিকে পরিচালক সাজিদ খান। অন্যদিকে তার সাবেক প্রেমিকা জ্যাকলিন ফার্নান্দেজ।
সাজিদ তার পরিচালনায় ‘হামশকল’ ছবিটির কাজ গোছাচ্ছেন নিয়মিত গতিতে আর আশা করছেন আসছে বছরের জুন মাসের ২০ তারিখ ছবিটিকে দর্শকদের জন্য মুক্তি দেয়ার। সেই অনুযায়ী তারিখও এরই মধ্যে ঘোষণা করে দিয়েছেন মিডিয়াতে।
সম্প্রতি সেই তারিখে ঘোষিত হলো বিক্রমজিৎ সিংয়ের পরবর্তী ছবি ‘রয়’-এর মুক্তির ক্ষণ। আর সেই ছবির কুশীলবের তালিকায় জ্বলজ্বল করে জ্বলছে রনবীর কাপুরের ঠিক পাশেই জ্যাকলিন ফার্নান্দেজের নামটি।
এতদিন পর্দার আড়ালের সাবেক প্রেমের লড়াইটাকে এবার বক্স অফিসের লড়াই হিসেবে দেখতে অবশ্য দর্শকের আগ্রহের কমতি নেই। যদি না সেটা আবার যে কোনো একজন নির্মাতা কিংবা প্রযোজকের বদান্যতায় মুক্তির তারিখ পরিবর্তনের ভাটায় না যায়।