শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জৈবখাবার-কৃষিব্যবস্থার উন্নয়নে গ্রিন অ্যাকশন উইক

জৈবখাবার-কৃষিব্যবস্থার উন্নয়নে গ্রিন অ্যাকশন উইক

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জৈবখাদ্য উৎপাদন ও গ্রহণ করার জন্য কৃষক এবং জনগণকে উদ্বুদ্ধ করতে গ্রিন অ্যাকশন উইক পালিত হচ্ছে।

অন্যান্য দেশের মতো বাংলাদেশও এই সপ্তাহ পালন করছে বাংলাদেশের ‘ভলান্টারি কনজুমার্স ট্রেনিং অ্যান্ড অ্যাওয়ারনেস সোসাইটি’ (ভোক্তা)।

২০১৩ সালের সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রথমবারের মতো বিশ্বব্যাপী ‘গ্রিন অ্যাকশন উইক’ পালিত হয়। সে বছর পৃথিবীর প্রায় ২৫টি দেশের ৪০টি সংস্থা নানা আয়োজনে এই সপ্তাহটি পালন করে।

এ বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত দ্বিতীয়বারের মতো বিশ্বব্যাপী ‘গ্রিন অ্যাকশন উইক-২০১৪’ পালিত হচ্ছে।

এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে- ‘সকলের জন্য জৈবখাবার এবং কৃষিব্যবস্থা’।

এই সপ্তাহ পালনের মূল উদ্দেশ্য হলো জৈব খাদ্য উৎপাদন ও খাদ্য হিসেবে গ্রহণ করার জন্য কৃষক এবং জনগণকে উদ্বুদ্ধ করা। একই সঙ্গে অজৈব কৃষি ব্যবস্থার ফলে উৎপাদিত ফসল কীভাবে মানুষের এবং পরিবেশের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে, সে বিষয়ে সবাইকে অবহিত করা।

এই সপ্তাহ পালন সম্পর্কে ভোক্তার নির্বাহী পরিচালক খলিলুর রহমান সজল জানান, সাধারণেকে জৈব খাদ্যের উপকারিতা সম্পর্কে সচেতন করার লক্ষ্যে এবং জৈব চাষাবাদ প্রক্রিয়া কীভাবে পরিবেশকে সুরক্ষিত রাখে, সে সম্পর্কে তথ্য সম্বলিত লিফলেট বিতরণ ও ফেস্টুন প্রদর্শনের মাধ্যমে এ বছর সপ্তাহটি পালিত করা হচ্ছে।

তিনি জানান, জৈবখাবার ক্ষতিকর রাসায়নিকমুক্ত। জৈব কৃষিব্যবস্থা গাছ, কীটপতঙ্গ ও পাখিকে সুরক্ষা দেয়। কৃষকদের জন্য জৈব কৃষিব্যবস্থায় উদপাদিত ফসল অত্যন্ত লাভজনক।

জৈব কৃষিব্যবস্থায় ক্ষতিকর রাসায়নিক সার ও রাসায়নিক বালাইনাশক ব্যবহার করা হয় না। আর জৈব কৃষিব্যবস্থা পরিবেশ বান্ধব। এ বিষয়গুলো জানাতেই এ সপ্তাহ পালন করা হচ্ছে।