শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জেলা প্রশাসনের গাড়িতে ৩৭৫ বোতল ফেনসিডিল

জেলা প্রশাসনের গাড়িতে ৩৭৫ বোতল ফেনসিডিল

শেয়ার করুন

সিলেট প্রতিনিধি ॥
সিলেটে জেলা প্রশাসনের একটি গাড়ি থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন (র‌্যাব)। এ ঘটনায় গাড়িচালক রুমন মিয়াকে আটক করেছে র‌্যাব-৯।
মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে শিবগঞ্জে গাড়ি তল্লাশি করে ফেনসিডিল উদ্ধার করা হয়। অভিযানের সময় রুমন ছাড়া অন্য কোনো যাত্রী ওই গাড়িতে ছিল না বলে জানায় র‌্যাব।
আটক রুমন মিয়া হবিগঞ্জ জেলার শাহজীবাজারের ইব্রাহিম মিয়ার ছেলে।
র‌্যাব-৯ এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর হুমায়ুন কবির জানান, দীর্ঘদিন ধরে ফেনসিডিল আনা নেয়ায় একটি সরকারি গাড়ি ব্যবহৃত হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব। মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে রুমন মিয়া সার্কিট হাউজ থেকে উপশহরে যাওয়ার পথে শিবগঞ্জ এলাকায় গাড়ি তল্লাশি করা হয়। পরে গাড়ি থেকে ৩৭৫ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
দুই বছর ধরে ওই গাড়িতে ফেনসিডিল আনা নেয়া করা হচ্ছিল বলে জানান হুমায়ুন কবির।