বাঘা (রাজশাহী) থেকে সৌমেন মন্ডল :
আজ বৃহস্পতিবার রাজশাহীর বাঘা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আফিয়া আখতারের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আয়োজিত এ সভায় বিভিন্ন স্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ স্থানীয় সুধীজনরা অংশগ্রহণ করেন।
সভায় জেলা প্রশাসক জনাব আফিয়া আখতার সরকারের চলমান উন্নয়ন কার্যক্রম, সেবাপ্রাপ্তির মানোন্নয়ন এবং জনসম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল ও জনগণমুখী করা সম্ভব।” সভায় উপস্থিত ব্যক্তিবর্গ বিভিন্ন সমস্যা, প্রস্তাবনা ও সুপারিশ উপস্থাপন করেন। জেলা প্রশাসক মনোযোগ দিয়ে সব কথা শোনেন এবং তা বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক প্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা অংশ নেন।
মতবিনিময় সভা শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগের প্রশংসা করেন এবং নিয়মিত ভাবে এ ধরনের আয়োজনের দাবি জানান। সভা শেষ এ ছাত্র ছাত্রীদের বাইসাইকেল, প্রতিবন্ধীদের হুইল চেয়ার দেওয়া হয়।