বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ১. শুরুতে গুগলকে বলা হতো ব্যাকরাব। হোমপেজে লেখা ছিল ব্যাকরাব একটি ওয়েব আরোহী, ওয়েবে বিপদসংকুল আরোহনের জন্যই এর জন্ম। ২. ২০১০ সালের পর থেকে প্রায় প্রতি সপ্তাহে গুগল কোনো একটি প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে।
৩. প্রথম গুগল ডুডল ছিল একজন জলন্ত মানুষের প্রতীক অবলম্বনে করা। ১৯৯৮ সালে ল্যারি পেজ ও সারগেই ব্রিন বার্নিং ম্যান ফেস্টিভ্যাল থেকে ফিরে এসে এটি যুক্ত করেন। ইউজারদের তারা জানাতে চেয়েছিলেন সপ্তাহের ছুটিতে তারা বাইরে গিয়েছিলেন।
৪. ১৯৯৯ সালে গুগল প্রথম প্রতিষ্ঠানে কর্মরত ৪০ জন চাকরিজীবীর রান্না করার জন্য চার্লি আয়ারসকে নিজেদের শেফ হিসেবে নিয়োগ করে।
৫. আয়ার্স পরে নির্বাহী শেফ হিসেবে ক্যালিফোর্নিয়ার মাউন্টেইন ভিউতে স্থাপিত হেডকোয়ার্টারে ১০টি ক্যাফেতে ১৫০ জনের খাবার যোগানের দায়িত্ব পান। ৬. জিমেইল ৫০টির বেশি ভাষায় ব্যবহার করা যায়।
৭. ২০০৪ সালে পাবলিক প্রতিষ্ঠান হওয়ার পর গুগলের ১০০০ কর্মী মিলিওনিয়ার হয়ে যান।
৮. এই মিলিওনিয়ারদের একজন বনি ব্রাউন, যিনি ১৯৯৯ সালের সপ্তাহে ৪৫০ ডলার পারিশ্রমিকে গুগলে কাজ নিয়েছিলেন।
৯. আই’ম ফিলিং লাকি বাটন যুক্ত করার পর প্রতিবছর গুগল ১০০ মিলিয়ন ডলার বিজ্ঞাপনী আয় হারাতে থাকে। এই বাটনে ক্লিক করলে ব্যবহারকারীরা রেজাল্ট পেজ থেকে সরাসরি তাদের প্রথম অনুসন্ধানে ফিরে যান।
১০. ক্যালিফোর্নিয়া হেড কোয়ার্টারের জমির ঘাস খেতে এবং এতে সার সরবরাহ করতে গুগল ২০০৯ সালে ২০০ ছাগল ভাড়া করে।
১১. গুগলের প্রথম অফিশিয়াল টুইট ছিল বাইনারি কোডে লেখা ‘আই’ম ফিলিং লাকি’।
১২. একেবারে প্রতিদ্বন্দ্বী কোম্পানি হলেও মোজিলার আয়ের প্রায় সবটাই আসে গুগল থেকে। মোজিলার ফায়ারফক্স ওয়েবব্রাউজারে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে গুগল যুক্ত করার ফি হিসেবে মোজিলাকে প্রতি বছর ৩০০ মিলিয়ন ডলার দিয়ে থাকে গুগল।
১৩. গুগলের প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গেই ব্রিন এ প্রতিষ্ঠানের মাত্র ১৬% শেয়ারের মালিক।
১৪. এই ১৬% শেয়ারের অর্থমূল্য প্রায় ৪৬ বিলিয়ন ডলার। এস আর