শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জেতা ম্যাচ ড্র করলো ম্যানইউ

জেতা ম্যাচ ড্র করলো ম্যানইউ

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥
ঢাকা: ওয়েন রুনি দুটি গোল করলেন। একটি করালেন। তারপরও জেতাতে পারলেন না ম্যানচেস্টার ইউনাইটেডকে। ইংলিশ প্রিমিয়ার লিগে গেলো রাতে দুইবার লড়াইয়ে ফিরে সেন্ট জেমস পার্কে নিউক্যাসল ইউনাইটেড রোমাঞ্চকর এক ড্র ছিনিয়ে নিয়েছে। ৩-৩ গোলে ড্র হয়েছে ম্যাচ। আবার পয়েন্ট হারিয়েছে ম্যানইউ। তাতে পয়েন্ট টেবিলে টটেনহামের সাথে চতুর্থ স্থানে উঠে আসার সুযোগ হারিয়েছে রেড ডেভিলরা। এই ম্যাচে রুনির পেনাল্টি ও হেসে লিংগার্ডের গোলে ২-০ তে এগিয়ে যায় ম্যানইউ। কিন্তু বিরতির আগে জর্জিনিও ওয়েনালডাম একটি গোল ফেরত দেন। দ্বিতীয়ার্ধে নিউক্যাসল আরো ভালোভাবে শুরু করে। ক্রিস স্মলিংয়ের কারণে পেনাল্টি পায় নিউক্যাসল। আলেকসান্ডার মিত্রোভিচ গোল করে সমতা আনেন খেলায়। খেলা শেষ হওয়ার ১১ মিনিট আগে দুর্দান্ত একটি গোল করে আবার ম্যানইউকে এগিয়ে দেন রুনি। কিন্তু সেই গোলেও জয় এলো না। পল ডামেট ৯০ মিনিটের সময় গোল করে ছিনিয়ে নেন ম্যানইউর পয়েন্ট। ম্যানইউ শেষ আট ম্যাচে জিতেছে মাত্র একটিতে। পয়েন্ট টেবিলে তারা ষষ্ঠ স্থানে। ম্যানইউর ডাচ কোচ লুই ফন হাল এই হারের পেছনে তাদের বিরুদ্ধে দেয়া পেনাল্টিকে দায়ী করছেন। সেই সাথে খেলোয়াড়দের দোষও দেখছেন তিনি। বলেছেন, “আমরা এটা ছুড়ে ফেলে এসেছি। খেলাটা আরো আগে শেষ করা দরকার ছিল। তার বদলে রেফারি দিলেন পেনাল্টি। আমার চোখে এটা লড়াই ছিল। মিত্রোভিচ হাত দিয়ে স্মলিংয়ের মাথা ঠেলছিল। দুজনেই যখন এমন করে তখন কোনটা বাজে তা নির্ধারণ করা যায় না।”