শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জুমার নামাজের সময় হামলায় নিহত ৪০

জুমার নামাজের সময় হামলায় নিহত ৪০

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সিরিয়ায় রাজধানী দামেস্কে একটি মসজিদের বাইরে জুমার নামাজ শেষ হওয়ার কিছ্ক্ষুণ আগে গাড়িবোমা বিস্ফোরণে শিশুসহ কমপক্ষে ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অনেকে। তবে, আহতদের সুনির্দিষ্ট কোন সংখ্যা প্রাথমিকভাবে জানা যায়নি। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গতকাল জুমার নামাজ শেষ হওয়ার সামান্য আগে দামেস্কের সুক ওয়াদি বারাদা শহরতলিতে এ হামলার ঘটনা ঘটে। এতে ওই মসজিদটির প্রবেশ পথগুলো ধসে পড়ে। সিরীয় সরকার ও বিদ্রোহীরা এ হামলার জন্য একে অপরের প্রতি পাল্টাপাল্টি অভিযোগ আনছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের দেয়া পরিসংখ্যানে বলা হচ্ছে, ওই হামলায় কমপক্ষে ৩টি শিশু প্রাণ হারিয়েছে ও এক ডজনেরও বেশি মানুষ আহত হয়েছে। এর মধ্যে ৭ বছরের একটি শিশুও রয়েছে। এদিকে এ শহরতলিটি বিরোধীদের নিয়ন্ত্রণে রয়েছে। ফলে, আগে থেকেই সরকারি বাহিনীর সদস্যরা শহরটির বাইরে অবস্থান করছে। সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা বিরোধীদের এ হামলার জন্য দায়ী করছে। অন্যদিকে, বিদ্রোহী নেতারা সরকারি বাহিনী এ হামলার জন্য দায়ী বলে দাবি করছেন।