বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: হতে পারেন বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্কের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), হতে পারেন ধনকুবের। কিন্তু তার মানে এই নয় যে মার্ক জুকারবার্গ কখনোই হ্যাকিং শিকার হতে পারেন না। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কমপক্ষে দুটি অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হ্যাকারদের দখলে চলে গেছে!
ফেসবুকের পক্ষ থেকেই স্বীকার করা হয়েছে, প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতার টুইটার এবং চরহঃবৎবংঃ অ্যাকাউন্টের ফিডের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছিল হ্যাকাররা। তবে এটা খুব সংক্ষিপ্ত সময়ের একটা বিপর্যয় ছিল।
ঙঁৎগরহব নামে একটি হ্যাকার গ্রুপ ২০১২ সালে প্রায় ১০ কোটি লিঙ্কডইন ব্যবহারকারীর অ্যাকাউন্ট হ্যাক করে তথ্য চুরি করেছিল। এই তথ্য গত মাসে ফাঁস হয়ে যাওয়ার পর জানা গেছে ওইগুলোর মধ্যে জুকারবার্গের অ্যাকাউন্টও ছিল। আর সেই তথ্য ব্যবহার করেই হ্যাকাররা তার টুইটার ও পিন্টারেস্ট অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়েছিল। গত ৫ জুন দিবাগত রাতে জুকারবার্গের টুইটার অ্যাকাউন্টটি কিছুক্ষণের জন্য বন্ধ ছিল।
অবশ্য ২০১২ সালের জানুয়ারির পর জুকারবার্গ টুইটারে কোনো পোস্টই দেননি। যদিও তার তখনই ৪০ হাজার ফলোয়ার ছিল। পিন্টারেস্ট অ্যাকাউন্টটিও তিনি আর ব্যবহার করতেন না।
সোস্যাল মিডিয়ায় দেয়া স্ক্রিনশটে ঙঁৎগরহব এও দাবি করছে যে, তারা জুকারবার্গের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও হ্যাক করেছিল।