শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জীবনের গল্প শোনাবেন আবদুল জব্বার

জীবনের গল্প শোনাবেন আবদুল জব্বার

শেয়ার করুন

বিনেদন ডেস্ক॥ টিভি অনুষ্ঠান ‘বেলা অবেলা সারাবেলা’-য় নিজের কর্মময় জীবনের গল্প শোনাবেন কণ্ঠশিল্পী আবদুল জব্বার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আসাদুজ্জামান নূর।

‘বেলা অবেলা সারাবেলা’-য় আলাপচারিতার পাশাপাশি তিনি দর্শকের সঙ্গে শেয়ার করবেন তার অতীত ও বর্তমানের অনেক অজানা কথা। এছাড়া এ অনুষ্ঠানে আবদুল জব্বারের বিগত দিনের সব কাজ , অবসরযাপনের নানা ফুটেজ দেখানো হবে। আরও থাকছে আবদুল জব্বার সম্পর্কে তার সহকর্মীদের মন্তব্য। ১৯৫৮ সালে বেতারের তালিকাভুক্ত শিল্পী হিসেবে ক্যারিয়ার শুরু করেন আবদুল জব্বার।

১৯৬২ সালে এহেতেশাম পরিচালিত ‘নতুন সুর’ চলচ্চিত্রের মাধ্যমে প্লেব্যাক শুরু করেন তিনি।

১৯৬৪ সাল থেকে বিটিভিতে গাইতে শুরু করেন।

১৯৬৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘এতটুকু আশা’ চলচ্চিত্রে তার গাওয়া ‘তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়’ তাকে জনপ্রিয়তার শীর্ষে নিয়ে যায়। তার নিজের সুর করা ‘সালাম সালাম হাজার সালাম’ গানটি মুক্তিযোদ্ধাদের অনুপ্রেরণা জোগায়। তার ক্যারিয়ারে পদক তালিকাতে রয়েছে একুশে পদক, জাতীয় চলচ্চিত্র পুরস্কার, বঙ্গবন্ধু স্বর্ণপদকসহ অসংখ্য পুরস্কার।

‘বেলা অবেলা সারাবেলা’ অনুষ্ঠানটি শনিবার রাত ৯টা ৪৫ মিনিটে দেশটিভিতে প্রচারিত হবে।