শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জি-২০ সম্মেলন থেকে পুতিনের ‘ওয়াক আউট’

জি-২০ সম্মেলন থেকে পুতিনের ‘ওয়াক আউট’

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ইউক্রেনের পূর্বে বিচ্ছিন্নতাবাদীদের রাশিয়া সমর্থন দিচ্ছে-পশ্চিমা বিশ্বের এমন সমালোচনার মুখে শেষমেষ অস্ট্রেলিয়ার জি-২০ সম্মেলন থেকে ওয়াক আউট করলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, সম্মেলন থেকে বের হয়ে আসছেন পুতিন।

কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার গতকাল শনিবার রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে হাত মেলানোর সময় ফ্রাঞ্চ ভাষায় বলেন, “ইউক্রেন থেকে বের হয়ে যান।”

কানাডার প্রধানমন্ত্রীর মুখপাত্র জেসন ম্যাকডোনাল্ড বলেন, “প্রধানমন্ত্রী রাশিয়ার প্রেসিডেন্টকে বলেছেন, আমি আপনার সঙ্গে হাত মিলাতে পারি, তবে একটি কথাই বলবো, আপনাদেরকে ইউক্রেন থেকে বের আসতে হবে।”

মস্কোর আগ্রাসন সারা বিশ্বের জন্যই হুমকি হয়ে উঠেছে বলে বর্ণনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তবে ফরাসি প্রেসিডেন্ট ফাঁসোয়া ওঁলাদের সঙ্গে বৈঠকে, ইউক্রেন সংকট নিরসনে একত্রে কাজ করার আহ্বান জানিয়েছেন পুতিন।

তিনি বলছেন, রাশিয়া আর ফ্রান্স মিলে আলোচনার মাধ্যমে যেকোনো সমস্যার সমাধান করতে পারে বলে তিনি বিশ্বাস করেন।

এর আগে নির্ধারিত সূচির আগেই পুতিন সম্মেলন ছেড়ে চলে যাচ্ছেন বলে শোনা গেলেও, সেটি অবশ্য নাকচ করে দিয়েছেন তার মুখপাত্র।–আল-জাজিরা।