সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জিয়ার মাজার সরানোর পরিণতি ভাল হবে না

জিয়ার মাজার সরানোর পরিণতি ভাল হবে না

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

ঢাকা : বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরানোর পরিণতি ভাল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে ‘অল কমিউনিটি ফোরাম’ আয়োজিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সরকারের প্রতি এ হুঁশিয়ারি দেন তিনি।

রাজধানীর শেরেবাংলা নগর থেকে শহীদ জিয়ার মাজার স্থানান্তরের ‘অপচেষ্টা’র প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

শাহ মোয়াজ্জেম বলেন, ‘শেখ হাসিনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সহ্য করতে পারেন না। জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে স্বাধীনতা এনেছেন। এতে তার (প্রধানমন্ত্রী) রাগ হতে পারে। জিয়া স্বাধীনতা না আনলে তিনি প্রধানমন্ত্রী হতে পারতেন না।’

প্রধানমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘শেরেবাংলা নগর থেকে আপনি জিয়ার মাজার সরিয়ে ফেলবেন, আর জনগণ বসে থাকবে, এমনটি ভাবার কোনো কারণ নেই। বাংলার মানুষ তখন বসে থাকবে না।’

নেতা-কর্মীদের উদ্দেশে শাহ মোয়াজ্জেম বলেন, ‘সরকার চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চল্লিশ বছরের স্মৃতিবিজড়িত বাসা থেকে বের করেছে। এর বিরুদ্ধে তখন আমরা আন্দোলন করতে পারিনি, আমরা ব্যর্থ হয়েছি। এবার (জিয়ার মাজার সরানো হলে) বসে থাকলে হবে না। সরকার মনে করছে, বিএনপির নেতা-কর্মীরা প্রেস ক্লাবে এসে কথা বলবে। সময়মতো তারা সরেও যাবে। মাজার সরানো হলেও তারা কোনো আন্দোলন করতে পারবে না। তাই বসে থাকলে চলবে না।’

বিএনপির এই নেতা বলেন, ‘আন্দোলন ছাড়া এ দেশে কখনো কিছু হয় নাই। ভাষা আন্দোলনে অনেক রক্ত ঝরেছিল। রক্তের বিনিময়ে মাতৃভাষা বাংলা হয়েছে। মুক্তিযুদ্ধেও অনেক রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জিত হয়েছে। তাই আন্দোলনের কোনো বিকল্প নেই।’

‘অল কমিউনিটি ফোরাম’ সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক কাবিরুল হায়দার চৌধুরী প্রমুখ।