শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > বিনোদন > জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ এবং মিশাকে সর্তক

জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ এবং মিশাকে সর্তক

শেয়ার করুন

বিনোদন ডেস্ক ॥
অনিয়মের অভিযোগে চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগরকে সর্তক ও সাধারণ সম্পাদক জায়েদ খানকে ‘বয়কট’ ঘোষণা করতে যাচ্ছে ১৭ সংগঠনের নেতারা।

জায়েদ খানের বিরুদ্ধে নিয়ম অমান্য এবং চলচ্চিত্রের শিল্পী ও কলাকুশলীদের উসকানি দেয়াসহ নানা অভিযোগ এনেছে এসব সংগঠন।

গতকাল এসব তথ্য জানিয়ে বাংলাদেশ পরিচালক সমিতিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জায়েদ খানকে ‘অবাঞ্ছিত’ ঘোষণা করা হবে। তার বিরুদ্ধে নেয়া এই সিদ্ধান্তের ব্যাখ্যাও দেয়া হবে।

চলচ্চিত্র প্রযোজক সমিতির সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘জায়েদের বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর যাচাই-বাছাই করা হচ্ছে এবং তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগও দেয়া হয়েছে। কিন্তু তিনি ধৃষ্টতা দেখিয়ে আমাদের মিটিংয়ে আসেননি। তাবে দুই বার কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল। তিনি সেই চিঠির কোনো উত্তরও দেননি।’

প্রযোজক সমিতির সদস্য মোহাম্মদ ইকবাল বলেন, ‘তিনি ক্ষমতার অপব্যবহার করে শিল্পী, কলাকুশলীদের হয়রানি করেছেন, শিল্পীদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছেন,ইন্ডাস্ট্রির নীতিমালার বিপক্ষেও অবস্থান নিয়েছেন। এমন অনেক অভিযোগ পাওয়া গেছে জায়েদের বিরুদ্ধে। এছাড়া তার বিরুদ্ধের্থ আত্মসাতের অভিযোগও রয়েছে।