সোমবার , ১১ই নভেম্বর, ২০২৪ , ২৬শে কার্তিক, ১৪৩১ , ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৬

হোম > রাজনীতি > ‘জালিয়াতি করে ক্ষমতা আসার প্রয়োজন নেই’

‘জালিয়াতি করে ক্ষমতা আসার প্রয়োজন নেই’

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কি চায় এখনো পরিষ্কার নয়। তারা তত্ত্বাবধায়ক নাকি সহায়ক সরকার চায় তা পরিষ্কার নয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুরে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আয়োজিত ‘নির্বাচন কমিশনে আওয়ামী লীগের এগারো দফা প্রস্তাবনা, জনগণের প্রস্তাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, নির্বাচন কমিশনের কাছে আমরা কিছু চাই না। আমরা চাই একটি নিরপেক্ষ নির্বাচন। শেখ হাসিনার যে জনপ্রিয়তা আছে, জালিয়াতি করে ক্ষমতা আসার প্রয়োজন নেই। নির্বাচন কমিশনের সংলাপে আমরা যে প্রস্তাব দিয়েছি তা ছিল নিরপেক্ষ।

তিনি আরও বলেন, সংঘাতের উস্কানি দিয়ে সমঝোতা হবে না। ফেনীতে বিএনপি নিজেরা পরিকল্পিত ভাবে হামলা চালিয়েছে। থলের বিড়াল মিউ করে ধরা পড়েছে বলেও তিনি জানান।

প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম এর সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।