শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জার্মানির জয়,পর্তুগালের হার, ফ্রান্সের ড্র

জার্মানির জয়,পর্তুগালের হার, ফ্রান্সের ড্র

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ইউরো ২০১৬ ফুটবলের বাছাইপর্বের প্রথম ম্যাচে জয় পেয়েছে জার্মানি। রবিবার গভীর রাতে থমাস মুলারের জোড়া গোলে স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা। জার্মানির জয়ের রাতে হার মেনে নিয়ে মাঠ ছেড়েছে পর্তুগাল। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষ আলবেনিয়ার কাছে ১-০ গোলে হেরেছে পর্তুগিজরা। একই রাতে ইউরো ফুটবল সামনে রেখে প্রীতিম্যাচে সার্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে আসরের স্বাগতিক দেশ ফ্রান্স।
ফ্রান্সের মাটিতে ২০১৬ সালে অনুষ্ঠিত হবে ইউরো ফুটবলের পরবর্তী আসর। এই আসরকে সামনে রেখে রবিবার থেকে শুরু হয়েছে বাছাইপর্বের খেলা। বাছাইপর্ব শেষে স্বাগতিক ফ্রান্সসহ মোট ২৪টি দেশ নিয়ে শুরু হবে মূল আসর। এর আগে বাছাইপর্বে অংশ নিচ্ছে ফ্রান্সসহ ইউরোপের ফুটবল খেলুড়ে ৫৪টি দেশ।
বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের খেলায় স্কটল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। ডর্টমুণ্ডের মাঠে ম্যাচের ১৮ মিনিটে হেড থেকে গোল করে জার্মানিকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন থমাস মুলার। ৬৬ মিনিটে এই গোল শোধ করে দিয়েছেন স্কটল্যান্ডের ইকেচি অ্যানিয়া। তবে ৪ মিনিট পরই স্কটিশদের রক্ষণভাগের দুর্বলতার সুযোগে ম্যাচে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেছেন মুলার। শেষ অবধি ২-১ গোলের জয়ে পূর্ণ ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে জার্মানরা। এর আগে ‘ডি’ গ্রুপের অন্য দুটি ম্যাচের একটিতে জিব্রাল্টারের বিপক্ষে গোল উৎসব করেছে পোল্যান্ড। রবার্ট লিওয়ানদোস্কির ৪ গোলের ওপর ভর করে ৭-০ গোলে ম্যাচ জিতেছে পোলিশরা। আরেক ম্যাচে জর্জিয়াকে ২-১ গোলে হারিয়েছে আইরিশ প্রজাতন্ত্র।
‘আই’ গ্রুপের খেলায় রবিবার রাতে অপ্রত্যাশিত হারের শিকার হয়েছে পর্তুগাল। এই ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই মাঠে নেমেছে পর্তুগিজরা। ইনজুরির কারণে ম্যাচটি খেলা সম্ভব হয়নি রোনালদোর পক্ষে। ম্যাচের ৫২ মিনিটে আলবেনিয়াকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন বেকিম বালাজা। শেষ অবধি এই ব্যবধানেই ম্যাচ জিতে নিয়েছে আলবেনিয়ানরা। এই গ্রুপের অন্য ম্যাচে আর্মেনিয়াকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক।
ফ্রান্স ও সার্বিয়া একই গ্রুপের হলেও রবিবার রাতে এই দুটি দেশের মধ্যকার ম্যাচটি ছিল প্রীতিম্যাচ। কেননা, ইউরো ২০১৬-এর স্বাগতিক দেশ হিসেবে বাছাইপর্ব খেলতে হবে না ফ্রান্সকে। প্রীতিম্যাচটির ১৩ মিনিটে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে নিয়েছেন পল পগবা। ৮০ মিনিটে এই গোল শোধ করেছেন সার্বিয়ার আলেকজান্ডার কোলারোভ। শেষ অবধি দুই দেশের মধ্যকার ম্যাচটি শেষ হয়েছে ১-১ গোলের ড্র দিয়ে।
এই রাতে ‘এফ’ গ্রুপের খেলায় হাঙ্গেরিকে ২-১ গোলে উত্তর আয়ারল্যান্ড, ফোরেস আইল্যান্ডকে ৩-১ গোলে ফিনল্যান্ড এবং গ্রিসকে ১-০ গোলে হারিয়েছে রোমানিয়া।
ইউরো ফুটবলের বাছাইপর্বে সোমবার রাতে মাঠে নামবে স্পেন ও ইংল্যান্ডসহ মোট ১৮টি দেশ।