শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জামায়াতের নতুন আমিরের বিরুদ্ধে তদন্ত শুরু

জামায়াতের নতুন আমিরের বিরুদ্ধে তদন্ত শুরু

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জামায়াতের নতুন আমির মকবুল আহমাদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্তে ফেনীতে কাজ শুরু করেছে ট্রাইব্যুনালের তদন্ত দল। মঙ্গলবার দাগনভূঁইয়ার লালপুর গ্রামে একাত্তরের হত্যা-লুটপাটের বিবরণ প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে শোনেন তদন্তকারীরা।

একাত্তরের দুঃসহ নির্যাতনের চোখের জল শুকায়নি আজো। ১১ জুন রাতে স্থানীয় আলবদর কমান্ডার মকবুলের নেতৃত্বে লালপুরের পাল বাড়িতে হামলা করে রাজাকাররা। বাড়িঘরে আগুন দেয়া হয়। নারায়ণচন্দ্রসহ সে পাড়ার ১০ বাসিন্দকে তুলে নিয়ে যায় তারা জানালেন নারায়ণের ছেলে গনেশ চন্দ্র দে।

তৎকালীন শান্তি কমিটির নেতা ও জামায়াতের বর্তমান আমির মকবুল আহম্মদের নির্দেশেই রাজাকার মোশাররফ হোসেন ও তার সহযোগীরা এ হামলা চালিয়েছিলো বলে জানিয়েছেন মুক্তিযোদ্ধারা। সেই নির্মম ঘটনাগুলো নিহতদের স্বজনদের মুখ থেকে শুনেছেন ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তারা।

তবে তদন্তের স্বার্থে অভিযুক্তদের সম্পর্কে এখনই গণমাধ্যমের কাছে কিছু জানাননি তদন্ত সংশ্লিষ্টরা।