শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > শিক্ষাঙ্গন > জাবিতে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে

জাবিতে চতুর্থ দিনের মতো অবরোধ চলছে

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারসহ ৪ দফা দাবিতে চতুর্থ দিনের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন অবরোধ কর্মসূচি চলছে। গত তিনদিনের মতো আজও ভবনের প্রধান গেটে অবস্থান নিয়েছে শিক্ষার্থীরা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কর্মসূচি চালানোর ঘোষণা দিয়েছে তারা। অবরোধের কারণে অফিস কক্ষে যেতে পারছেন না কর্মকর্তা-কর্মচারীরা।

এদিকে, গতকাল বিকেলে উপাচার্যের বাসভবনে সিন্ডিকেটের জরুরি সভায় মামলা প্রত্যাহারসহ চারদফা দাবিতে শিক্ষার্থীদের চলা আন্দোলন প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত ২৬ মে সড়ক দুর্ঘটনায় দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় উপাচার্যের বাসভবন ঘেরাও এবং ভাঙচুরের অভিযোগে ৫৬ শিক্ষার্থীকে আসামি করে মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ইনডিপেন্ডেন্ট টিভি