বাংলাভূমি২৪ ডেস্ক ॥ গত ২৯ ডিসেম্বর রোববার দুপুর দুইটায় জাপান বিএনপির সহ-সভাপতি আলমগীর হোসেন মিঠুর পরিচলনায় টোকিওস্থ বাংলাদেশ দূতাবাস ঘেরাও ও ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচি পালন করে বিএনপি ও ১৮ দলীয় জোট।
কর্মসূচিতে বক্তারা বলেন, “বর্তমান বাকশাল, মিথ্যাবাদী লেডি হিটলার সরকার বাংলাদেশের সাধারণ জনগণের নাগরিক অধিকার ও গণতন্ত্রকে হত্যা করে সোনার বাংলাকে শ্মশানের বাংলা বানিয়ে, এক নায়কতন্ত্র ও আগামী ৫০ বছর ক্ষমতায় থাকার যে স্বপ্ন দেখছেন তা কোনোদিনই বাংলার মানুষ মেনে নেবে না।”
বক্তারা খালেদা জিয়ার বাসা অবরুদ্ধ করে রাখার নিন্দা ও প্রতিবাদ জানান।
কর্মসূচিতে বক্তব্য দেন জাপান বিএনপির সাধারণ সম্পাদক মীর রেজাউল করিম রেজা, সহ- সভাপতি এমদাদ মনি, জাপান ইসমালী মিশনের কেন্দ্রীয় সভাপতি এ.টি.এম.মিছবাহুল কবির, ইসলামী মিশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আজিজুর রহমার শিমুল ও জাপান কমিউনিটি লিডার সিরাজুল হক প্রমুখ।
সময় উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম রনি, সহ- সাংগঠনিক সম্পাদক নূর খান রনি, দেলোয়ার হোসেন, বিএনপি নেতা জসিম উদ্দিন যুবদলের সাধারণ সম্পাদক তৌহিদুল আলাম( রিপন), যুগ্ম-সম্পাদক জুয়েল পাঠান, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হায়দার হোসেন, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান জনি, যুগ্ম সাধারণ সম্পাদক জামান মাসুম, প্রমূখ।
‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে টোকিওর পাশের সিটি চিবা, সাইতামা, ইবারাকি, গোন্ম্মা, ইয়কোহামা, কানাগাওয়া, ত্চিসগী থেকে প্রায় ১০০ জন প্রবাসী বাংলাদেশী ‘দেশ বাচাঁও, ধর্ম বাচাঁও’ স্লোগান লিখে ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করে।