শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জানুয়ারিতে মেট্রোরেলের কাজ শুরু

জানুয়ারিতে মেট্রোরেলের কাজ শুরু

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের {ভড়পঁংথশবুড়িৎফ} জানুয়ারিতে মেট্রোরেলের কাজ শুরু ১ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আগামী জানুয়ারিতেই ঢাকায় মেট্রোরেলের কাজ শুরু হবে। এজন্য ঢাকাতেই ১৬টি রেল স্টেশন স্থাপন করা হবে।’
শুক্রবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে মোয়েলগঞ্জ কল্যাণ সমিতি আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
পদ্মা সেতু বিষয়ে তিনি বলেন, ‘পদ্মা সেতু শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য নয়। এটি সবার জন্য। পদ্মার মাটির নিচে ৪০তলা পর্যন্ত কাঠামো তৈরি করা হবে। যা কোনো দেশে আর হয়নি। সেতুটি দুই তলা বিশিষ্ট হবে। এর নিচে থাকবে রেল এবং ওপরে যানবাহন চলাচল করতে পারবে। এটি একটি ইউনিক স্ট্রাকচার। অনেকে ভাবেন পদ্মা সেতু আদৌ তৈরি হবে না। কিন্তু শেখ হাসিনা নিজ অর্থায়নে পদ্মা সেতুর কাজ বাস্তবায়ন করবেন। যার জন্য দীর্ঘদিন সবাই তাকে স্মরণ করবে।’
পদ্মা সেতু নিয়ে মন্ত্রী আরও বলেন, ‘পদ্মা সেতু নির্মাণের যন্ত্রপাতি নিয়ে দুটি জাহাজ চট্টগ্রামে এসে পৌঁছেছে। এবার তৃতীয়টি আসা বাকি রয়েছে।’
আগামী এক মাসের মধ্যেই নদী শাসনের কাজ শুরু হবে বলেও তিনি জানান।
মন্ত্রী বলেন, ‘এই সরকারের উন্নয়ন কাজে কেউ বাধা দিবেন না। উন্নয়নের সাথে রাজনীতি মেশাতে আসবেন না।’
দেশের শিক্ষা ব্যবস্থার সমালোচনা করে মন্ত্রী বলেন, ‘আমাদের দেশের শিক্ষা কোনো পর্যায়েই পড়ে না। এখানে শিক্ষা মানেই কোচিং ভিত্তিক চিন্তা ভাবনা। সেইদিক থেকে আমাদের দেশে শিক্ষা আজ পণ্য হয়ে গেছে।’
মন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীকে মনে করতে হবে শিক্ষা কখনই জীবিকার জন্য নয়। শিক্ষা জীবনের জন্য। ছেলেমেয়েরা শিক্ষার্থী নাকি পরীক্ষার্থী হবে সে বিষয়েও ভাবতে হবে। জীবনের জন্য শিক্ষাই হতে পারে প্রকৃত শিক্ষা।’
মন্ত্রী বলেন, ‘আমাদের রাজনীতিকদের দেখাদেখি হয় না। দেখা হলেও একে অপরের থেকে মুখ ফিরিয়ে নেই। এক দলের নেতাকর্মী মারা গেলে অন্য দলের কর্মীরা সেখানে যান না। কিন্তু বঙ্গবন্ধু, সোহরাওয়ার্দী, আমাদের এমন রাজনীতি শিক্ষা দিয়ে যাননি। তাদের প্রতিষ্ঠা করা কালচার নষ্ট হয়ে যাচ্ছে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি এইচএম বদিউজ্জামান সোহাগ, মোয়েলগঞ্চ ফাউণ্ডেশনের নব নির্বাচিত সভাপতি ড. এম এ আজিজ, সমিতির সভাপতি এস এ মান্নান, এছাড়াও বাগের হাট -৪ আসনের সংসদ সদস্য ডা. মোজাম্মেল হোসেন প্রমুখ।