স্পোর্টস ডেস্ক ॥
কথা ছিল চলতি বছরের ৫ অক্টোবর থেকেই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর ষষ্ঠ আসর। কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা ও আসন্ন জাতীয় নির্বাচনের কথা ভেবে পেছানো হয়েছে এবারের আসর।
অক্টোবর থেকে পিছিয়ে নেয়া হয়েছে ২০১৯ সালের জানুয়ারিতে। আজ রোববার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আগামী বছরের জানুয়ারির ৫ তারিখে অনুষ্ঠিত হবে বিপিএলের ষষ্ঠ আসর।
গভর্নিং কাউন্সিলের সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া ম্যানেজার জালাল ইউনুস এ তথ্য জানান।
তিনি আরও জানান, ভেন্যু থাকবে গত আসরের মতো ঢাকা, সিলেট ও চট্টগ্রাম। এছাড়াও প্রতিটি দল ৪ জন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে।
যদিও এই সভায় সিদ্ধান্ত হয়নি এক দলে কতজন করে বিদেশি ক্রিকেটার খেলতে পারবে। জানানো হয়, আগামী সভায় সিদ্ধান্ত হবে এই বিষয়ে।
গভর্নিং কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে ৩৪ দিনের এই টুর্নামেন্ট চলবে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত।সূত্র:আরটিভি