রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তারানা হালিম > সরকার এবং ধর্ম বিরোধী অসংখ্য কন্টেন্ট বন্ধ করা হয়েছে

জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তারানা হালিম > সরকার এবং ধর্ম বিরোধী অসংখ্য কন্টেন্ট বন্ধ করা হয়েছে

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥

সরকার এবং ধর্ম বিরোধী অসংখ্য কন্টেন্ট আইআইজি এর মাধ্যমে বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন ডাক টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে টেবিলে উত্থাপিত এম আবদুল লতিফের (চট্টগ্রাম-১১) এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

তারানা হালিম বলেন, ‘সাইবার অপরাধ প্রতিরোধের লক্ষ্যে বিটিআরসিতে (ইউ-ঈঝওজঞ, ইধহমষধফবংয ঈড়সঢ়ঁঃবৎ ঝবপঁৎরঃু ওহপরফবহঃ জবংঢ়ড়হংব ঞবধস) গঠন করা হয়, যার মাধ্যমে ইন্টারনেটভিত্তিক অপরাধ দমনে কাজ করা সম্ভব হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আশা ইতোমধ্যে অসংখ্য সরকার বিরোধী ও ধর্ম বিরোধী কনটেন্ট আইয়াইজি এর মাধ্যমে বন্ধ করা হয়েছে। এছাড়াও ফেসবুকের বিভিন্ন আপত্তিকর কন্টেন্ট বন্ধে ফেসবুক কর্তৃপক্ষের সাথে সরাসরি যোগাযোগ করে তা অপসারণের ব্যবস্থা করা হয়ে থাকে বলেও জানান তিনি।

তথ্য প্রযুক্তির উৎকর্ষতা বৃদ্ধির সাথে সাথে স্বাভাবিকভাবেই সাইবার নিরাপত্তার ঝুঁকি কিছুটা বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি মোকাবেলায় প্রয়োজনীয় আইনগত, কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং হচ্ছে। তবে বিভিন্ন কারিগরি ও সাংগঠনিক পদক্ষেপের পাশাপাশি এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি অপরিহার্য।’

তিনি আরও বলেন, ‘সরকারি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসুচি চলমান আছে। জনসচেতনতা বৃদ্ধিতে বিটিআরসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন সময়ে সেমিনার, ওয়ার্কশপ, টকশো ইত্যাদির আয়োজন করে থাকে। এছাড়াও বিভিন্ন পাঠ্যক্রমে আইসিটি শিক্ষার অংশ হিসেবে সাইবার নিরাপত্তা বিষয়ে অধিক গুরুত্ব আরোপের প্রয়োজনীয়তা রয়েছে। সর্বোপরি সাইবার নিরাপত্তা সম্পর্কে পিতা-মাতা-অভিবাবক থেকে শুরু করে সমাজের সকল শ্রেণির মানুষের সম্পৃক্ততায় একটি সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য।’