শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জাতীয় মহিলা সংস্থার চেক বিতরণ

জাতীয় মহিলা সংস্থার চেক বিতরণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: জাতীয় মহিলা সংস্থা অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্পের ৩য় পর্যায়ের প্রশিক্ষনার্থীদের মাঝে চেক বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম।

বুধবার ভাওয়াল সম্মেলন কক্ষে ফ্যাশন ডিজাইন, বিউটি ফিকেশন মাশরুম, ক্যাটারিং বিষয়ে ৫০ জনকে ৬৫ দিন প্রশিক্ষণ ও বিজনেজ ম্যানেজম্যান্টে ৫০ জনকে ৩০ দিনে প্রশিক্ষণে ২৫০ জন প্রশিক্ষণার্থীদের প্রায় ১৪ লক্ষ টাকা চেক প্রদান করা হয়েছে। জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান মিসেস নেজ বাহার বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রেবেকা সুলতানা । মহিলা সংস্থার জেলা কর্মকর্তা শাহনাজ পারভীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন জাতীয় মহিলা সংস্থার সদস্য হুসনারা সিদ্দিকা জুলি, ফাহিমা আক্তার হুসনা, লিলিমা আক্তার লিলি প্রমুখ।