শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > লাইফস্টাইল > জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন শুরু

শেয়ার করুন

লাইফস্টাইল ডেস্ক ॥ সারা দেশে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চলছে। শনিবার সকাল ৮টায় এ ক্যাম্পেইন শুরু হয়েছে। ক্যাম্পেইনে ১-৫ বছর বয়সী শিশুকে একটি লাল ক্যাপসুল ও ৬-১১ বছর বয়সী শিশুদের একটি নীল ক্যাপসুল খাওয়ানো হবে।

দেশব্যাপী ১ লাখ ২০ হাজার স্থায়ী কেন্দ্রসহ অতিরিক্ত ২০ হাজার ভ্রাম্যমাণ কেন্দ্রে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। ভ্রাম্যমাণ

কেন্দ্রগুলো বিভিন্ন বাসস্ট্যান্ড, ব্রিজের টোল স্টেশন, রেল স্টেশন, খেয়াঘাট ইত্যাদি স্থানে অবস্থান করবে।

সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কেন্দ্রগুলো খোলা থাকবে। শিশুদের ভরা পেটে কেন্দ্রে নিয়ে আসতে হবে। দেশে প্রায় দুই কোটি দশ

লাখেরও অধিক শিশুকে এ কার্যক্রমের আওতায় ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

প্রতিটি কেন্দ্রে কমপক্ষে তিনজন প্রশিক্ষিত স্বেচ্ছাসেবী হিসেবে দায়িত্ব পালন করছেন। দুর্গম এলাকায় ভিটামিন-এ ক্যাম্পেইন সফল করার

জন্যে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে।

বুধবার সচিবালয়ে ক্যাম্পেইন উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুলর হক সুস্থসবল জাতি গঠনের প্রত্যয়ে ক্যাম্পেইন সফল

করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘ক্যাম্পেইন দিবসে যেন একটি শিশুও বাদ না যায়। সব শিশুকে যেন ভিটামিন-এ

ক্যাপসুল খাওয়ানো হয়। যাদের পাঁচ মাস বয়সী শিশু আছে সেইসব মা-বাবারা যেন অবশ্যই তাদের শিশুদের টিকা কেন্দ্রে নিয়ে আসবেন।’

বছরে দুইবার এ ক্যাপসুল খাওয়ানোর ফলে শিশুদের রাতকানা, অন্ধত্ব, অপুষ্টি ও বিভিন্ন সংক্রামক রোগ থেকে রক্ষা করা যায়।