শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ সম্মান পরীক্ষার সূচি পুনর্র্নিধারণ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ সম্মান পরীক্ষার সূচি পুনর্র্নিধারণ

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪ সালের তৃতীয় বর্ষ সম্মান শ্রেণীর পূর্ব-ঘোষিত সময়সূচি পুনর্র্নিধারণ করা হয়েছে। ৩ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

নতুন সময়সূচি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.edu.bd) পাওয়া যাবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের এ সময়সূচি পুনর্র্নিধারিত হয়েছে।

বুধবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর সূত্রে জানা যায়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সেশনজট থেকে মুক্ত করার লক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আগেই ২০১৮ সাল পর্যন্ত অনুষ্ঠিতব্য সকল পরীক্ষার সম্ভাব্য সময়সূচি উল্লেখ করে একটি ক্র্যাশ প্রোগ্রাম ঘোষণা করে।

সে অনুযায়ী ২০১৪ সালের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু, পরীক্ষার ফরম পূরণ, পরীক্ষা শুরু, ফল প্রকাশ ইত্যাদি তাদের ক্লাস শুরুর আগেই জানিয়ে দেয়া হয়। বিগত এক বছরে বিভিন্ন পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষার ফল নির্ধারিত সময়ে প্রকাশও করা হয়েছে।

ক্রাশ প্রোগ্রামে বর্ণিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা ও ফল প্রকাশ না হলে, সেশনজট থেকে উত্তরণ সম্ভব নয়। সুযোগ না থাকা সত্ত্বেও তৃতীয় বর্ষের পরীক্ষার্থীদের দাবি বিবেচনা করে যতটুকু সম্ভব, সে অনুযায়ী তাদের পরীক্ষার সময়সূচি পুনর্র্নিধারণ করা হয়েছে।