রবিবার , ২২শে সেপ্টেম্বর, ২০২৪ , ৭ই আশ্বিন, ১৪৩১ , ১৮ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতি আদালত অবমাননার রুল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির প্রতি আদালত অবমাননার রুল

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥
আদালতের নির্দেশনার পরেও শিক্ষকের বেতন ভাতা পরিশোধ না হওয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি হারুন অর রশিদের প্রতি আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট।

বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত বেঞ্চ মঙ্গলবার এ রুল জারি করেন

আগামী দুই সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে আবেদনকারী জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো. হাফিজুর রহমানের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুর রব চৌধুরী ও মো. গিয়াসউদ্দিন।

পরে গিয়াসউদ্দিন সাংবাদিকদের জানান,  ২০১৬ সালে ২২ আগস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রভাষক মো, হাফিজুর রহমানকে  জাতীয় বেতনস্কেল ১৯৯৭, ২০০৫, ২০০৯ ও ২০১৫ অনুসারে বেতন ভাতা দিতে নির্দেশ দেন আদালত। এ নির্দেশনা প্রতিপালন না হওয়ায় গত ৪ জুন আদালত অবমাননার অভিযোগে আবেদনটি করা হয়। শুনানি নিয়ে আদালত মঙ্গলবার ওই রুল দেন।