শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > “জাতীয় পার্টি সরকারের অংশ হয়ে সমালোচনা করতে পারে না”

“জাতীয় পার্টি সরকারের অংশ হয়ে সমালোচনা করতে পারে না”

শেয়ার করুন

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকারের অংশ হয়ে সরকারের বিরুদ্ধে প্রকাশ্যে নীতিগতভাবে সমালোচনা বা আন্দোলন করতে পারে না জাতীয় পার্টি। সরকারের সমালোচনা করতে হলে এরশাদকে জোট অথবা সরকারের ফোরামে আলোচনা করতে হবে।
রোববার দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এরআগে এক অনুষ্ঠানে, বিরোধী দলের সদস্যদের মন্ত্রিসভা থেকে পদত্যাগের বিষয়ে আলোচনা চলছে বলে জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। তার জবাবেই উপরোক্ত মন্তব্য করেন ওবায়দুল কাদের।
কাদের বলেন, আমি নীতিগতভাবে মনে করি সরকারের অংশ হয়ে কেউ সরকারের বিরুদ্ধে কথা বলতে পারেন না। যারা অপজিশন হিসেবে স্বীকৃত তারাই আন্দোলনে ব্যর্থ হচ্ছে। সুতরাং এরশাাদ সাহেব হয়তো কৌশলগত কারণেই সরকারের বিরুদ্ধে বলতে শুরু করেছেন।
এ সময় এরশাদকে ইঙ্গিত করে ওবায়দুল কাদের বলেন, কেউ যদি জোট থেকে চলে যেতে চাইলে আমরা তাকে জোর করে ধরে রাখতে পারি না।