শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > গ্যালারীর খবর > জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে হাইকোর্টের রুল

জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে হাইকোর্টের রুল

শেয়ার করুন

বাংলাভূমি ডেস্ক ॥
জাতীয় পার্টির চেয়ারম্যান পদে গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের থাকা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তার পদে থাকা কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে জিএম কাদেরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আবদুল মতিন খসরু। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক।

নুর উস সাদিক বিষয়টি নিশ্চিত করে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদেরের পদে থাকা নিয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রুলে তার পদে থাকা কেন অবৈধ হবে না- তা জানতে চাওয়া হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে জিএম কাদেরসহ সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মোহাম্মদ জহির উদ্দিন নামের জাতীয় পার্টির এক নেতা রিট আবেদনটি দায়ের করেন।