শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জাতীয় নির্বাচন ২০১৯ সালে

জাতীয় নির্বাচন ২০১৯ সালে

শেয়ার করুন

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ বর্তমান সরকারের মেয়াদ ২০১৯ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আশাবাদ ব্যক্ত করেছেন, সরকার পূর্ণ মেয়াদ পর্যন্ত ক্ষমতায় থাকবে।

বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আশরাফ বলেন, “আগামী একাদশ জাতীয় নির্বাচনও বর্তমান সংবিধান মোতাবেকই অনুষ্ঠিত হবে। সংসদে আমাদের দুই তৃতীয়াংশ মেজরিটি আছে, আমরা সংবিধান সংশোধন করতে পারি কিন্তু সংবিধান সংশোধন করার কোনো ইচ্ছে আমাদের নেই।যত চাপই আসুক আমরা সংবিধান সংশোধন করবো না।বর্তমান সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন, অতীতে যেভাবে হয়েছে।”

৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও ‘ষড়যন্ত্র’ এখনো চলছে জানিয়ে দলীয় নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়ছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সূচনা বক্তব্যের পরে বৈঠক শুরু হয়। এতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে সভায় দলটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সকল সদস্য উপস্থিত আছেন।