কালিয়াকৈর (গাজীপুর) ব্যুরো ॥
জাতীর পিতা বঙ্গবন্ধুকে কটুক্তি করে বিএনপির দেয়া বক্তব্য প্রত্যাহার করে প্রকাশ্যে জাতির কাছে ক্ষমা না চাইলে বিএনপি ও তাদের দোষরদের গাজীপুর তো দুরের কথা এই বাংলাদেশের কোথাও কোন সমাবেশ করতে দেয়া হবে না। যারা এই দেশ কে স্বিকার করে না তারা আবার গণতন্ত্রের কথা বলে কোন মুখে। গনতন্ত্রের কথা বলতে চাইলে এই দেশ ও জাতির পিতা কে স্বিকার করতে হবে, সংবিধান মেনে নিতে হবে। কথাগুলো বলেছেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের মন্ত্রী আলহাজ্ব এড. আ. ক. ম. মোজাম্মেল হক।
কালিয়াকৈর পৌর কৃষকলীগের উদ্যোগে গনতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে আয়োজিত গণসমাবেশে কালিয়াকৈর পৌর কৃষকলীগের সভাপতি নুরুল ইসলাম সরদারের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক হযরত আলী, ওয়াসীম, হামিদুর রহমান পুটন ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যকালে মন্ত্রী আরো বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জাতির পিতা বঙ্গবন্ধুকে নিয়ে যে ভাবে কটুক্তি ও অশালিন মন্তব্য শুরু করেছেন তা রাষ্ট্রদ্রোহের সামিল। তিনি আওয়ামীলীগ ও এর অঙ্গ এবং সহযোগী সদস্যদের উদ্দেশ্যে বলেন,এখন থেকে নিয়মিত ২টি কাজ করতে হবে এর ১টি হলো এলাকার মসজিদে গিয়ে জুম্মার নামাজ পড়ার সময় ইমাম সাহেবের দিকে নজর রাখা তিনি রাজনৈতিক উদ্দেশ্যে কিছু বলেন নাকি। ২নম্বরটি হলো এলাকায় খোজরাখা কেউ যেন জঙ্গী ততপড়তায় জড়িয়ে পরতে না পারেন।
দিনব্যাপী গণতন্ত্র রক্ষাদিবসের আনন্দর্যালীতে নেতৃত্বদেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার, উপজেলা চেয়ারম্যান রেজাউল করীম রাসেল, যুবলীগের হীরু মিয়া, শ্রমিকলীগের আতিকুর রহমান আতিক, ছাত্রলীগের আসাদ, সেচ্ছাসেবকলীগের রফিকুল ইসলাম তুষার প্রমুখ। তারা আনন্দ মোটর র্যালী বের করেন।