স্টাফ রিপোর্টার ॥
ঢাকা : জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে শাহবাগ প্রজন্ম চত্বরে গণজাগরণ মঞ্চের গণ সংলাপ শুরু হয়েছে।
শুক্রবার বিকেল ৫টায় জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধকরণ ও মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ বির্র্নিমাণ শীর্ষক সংলাপ শুরু হয়।
জাতীয় সঙ্গীতের পর সদ্য প্রয়াত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী বিপুল ভট্টাচার্যের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
সংলাপে উপস্থিত রয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশিষ্ট সাহিত্যিক অধ্যাপক ড. জাফর ইকবাল, অধ্যাপক ড. আবুল বারাকাত, সাংবাদিক হারুন হাবিব, শিক্ষাবিদ ড. অজয় রায়, ফেরদৌসি প্রিয়ভাষিণী, গণজাগরণ মঞ্চের আহবায়ক ডা. ইমরান এইচ সরকার, আন্তর্জাতিক অপরাধ ট্যাইব্যুনালে প্রসিকিউটর ড. তুরিন আফরোজ ও শাহ সূফি ড. ইমদাদুল হক ।
সংলাপের সূচনা বক্তব্যে সাংবাদিক হারুন হাবিব বলেন, বিভিন্ন সময় বাংলাদেশের মানুষকে প্রতারিত করে জামায়াত-শিবির সাধারণ মানুষকে দেশের বিরুদ্ধে দাঁড় করিয়েছে। যদি কোনো কারণে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ না করে রাজনৈতিক কৌশল গ্রহণ করা হয় তাহলে বাংলাদেশে যে অবাধ গণতন্ত্র এবং অসাম্প্রদায়িকতা বিরাজমান তা ভুলুণ্ঠিত হবে। তাই অবিলম্বে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে।
অনুষ্ঠান পরিচালনা করেন গণজাগরণ মঞ্চের সঙ্গে সম্পৃক্ত ব্লগার মারুফ রসূল।