বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশের চলমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ, সহিংসতা বন্ধ এবং বিরোধীদল ও জনগণের মৌলিক মানবিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে যে বিবৃতি দিয়েছে, তার প্রতি বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানানো হয়েছে।
২০ দলীয় জোটের পক্ষে শনিবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে সমর্থনের কথা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়- ‘আমরা এটিকে স্বাগত জানায়। সমস্যাটি যে রাজনৈতিক এবং বিরোধীদলের কর্মসূচি পালনে ক্ষমতাসীনদের বাধাপ্রদান এবং নির্যাতন থেকে উদ্ভূত, তারা তা অনুধাবন করেছেন। তবে সহিংস ঘটনাবলীর নিরপেক্ষ এবং কার্যকর তদন্তের যে আহ্বান ক্ষমতাসীনদের প্রতি জানানো হয়েছে, সে ব্যাপারে আমাদের এবং বাংলাদেশে জনগণের সংশয় রয়েছে। কারণ এই ভোটার-বর্জিত সরকার সব রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে চরম দলীয়করণের মাধ্যমে অবৈধ ক্ষমতা রক্ষার হাতিয়ারে পরিণত করেছে। এদের মাধ্যমে নিরপেক্ষ, সুষ্ঠু ও কার্যকর তদন্ত সম্ভব নয়।’