শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > Uncategorized > জহুরুল ঝড়ে মোহামেডানের জয়

জহুরুল ঝড়ে মোহামেডানের জয়

শেয়ার করুন

স্পোর্টস ডেস্ক ॥ ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিমুলক বিজয় দিবস টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে জয় দিয়ে শুরু করেছে ঢাকা মোহামেডান। রোববার সিলেট স্টেডিয়ামের নিজেদের প্রথম ম্যাচে জহুরুলের ঝড়ো ব্যাটিংয়ে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা।

প্রাইম ব্যাংকের বিপক্ষে ১২৭ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জহুরুল ইসলামের ঝড়ো ব্যাটিংয়ে এক ওভার বাকি থাকতেই ৫ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে ঢাকা মোহামেডান। ৫২ বল খেলে আটটি বাউন্ডারি ও একটি ছক্কা হাঁকিয়ে ৬৫ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন তিনি।

এছাড়া নুরুল হাসান ২২ রানে অপরাজিত থাকেন। বাকিরা তেমন সুবিধা করতে পারেনি। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের পক্ষে তাইজুল ইসলাম দুটি উইকেট নেন।

এর আগে বিজয় দিবস টি-টোয়েন্টি সিরিজে টস হেরে প্রথমে ব্যাট করতে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করে প্রাইম ব্যাংক । প্রথম দিন মাঠে নামেনি প্রাইম দলের অধিনায়ক সাকিব আল হাসান। দলের পক্ষে ওপেনার আনামুল হক সর্বোচ্চ ৩৫ রান করেন। এছাড়া সৈকত আলী ২৫ ও মেহেদী হাসান ২৪ রানে অপরাজিত থাকেন। বাকিরা ব্যাট হাতে তেমন সুবিধা করতে পারেনি।

বল হাতে মোহামেডানের পক্ষে ইলিয়াস সানী ২৬ রানে একাই তিনটি উইকেট শিকার করেন। এছাড়া আলাউদ্দিন বাবু দুটি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর: প্রাইম ব্যাংক: ২০ ওভারে ১২৬/৭, ( আনামুল হক ৩৫)।
ঢাকা মোহামেডান: ১৯ ওভারে ১৩০/৫, (জহুরুল ইসলাম ৬৫*)।

মোহামেডান ৫ উইকেটে জয়ী।