শনিবার , ২১শে সেপ্টেম্বর, ২০২৪ , ৬ই আশ্বিন, ১৪৩১ , ১৭ই রবিউল আউয়াল, ১৪৪৬

হোম > জাতীয় > জলবায়ু মোকাবেলায় আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে: ডেপুটি স্পিকার

জলবায়ু মোকাবেলায় আমাদের নদীগুলোকে বাঁচাতে হবে: ডেপুটি স্পিকার

শেয়ার করুন


প্রেসবিজ্ঞপ্তি:
আজ (২১ সেপ্টেম্বর) বুধবার বিশ্ব নদী দিবস’২২ উদযাপন উপলক্ষে এক সেমিনার জাতীয় সংসদের এলডি হলে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের আয়োজনে সেমিনারের প্রতিপাদ্য বিষয় ছিলো, ‘জলবায়ু সংকট মোকাবেলায় নদীর গুরুত্ব’। সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাদত।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু এমপি। তিনি বলেন, নদী আন্দোলনকে সমগ্র জাতির কাছে নিয়ে যেতে হবে। সরকারের সকল শক্তি দিয়েও নদী দখলকারীদেরকে উচ্ছেদ করা যাচ্ছে না। দখলকারীদের হাত থেকে নদীকে উদ্ধার করতে হবে। সংশ্লিষ্ট এলাকার এমপিদেরকে নদী আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে হবে।
অনুষ্ঠানের উদ্ভোধক পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার বলেন, নদী একটি জীবন্ত স¦ত্ত¡া। নদী আমাদের মা। মাকে বাঁচাতে হবে। শিল্পাঞ্চলগুলোতে নদী দূষণ বেশি হয়। ডেল্টা প্ল্যান বাস্তবায়নে সুনির্দিষ্ট পরিকল্পনা থাকতে হবে।
সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন নদী গবেষণা ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ও নদী বাঁচাও আন্দোলনের সহ- সভাপতি ড. লুৎফুর রহমান ও ঢাকা বিশ^বিদ্যালয়ের রোবটিক এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও নদী বাঁচাও আন্দোলনের আন্তর্জাতিক সম্পাদক ড. শামীম আহম্মেদ দেওয়ান।
স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন। ড. মহসিন আলী প্রিন্স ও ডা. বোরহান অরণ্যের যৌথ উপস্থাপনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সহ সভাপতি ড. সফিকুল ইসলাম কানু, ফেডরিক মুকুল বিশ্বাস, অধ্যাপক সফিকুল ইসলাম, অধ্যাপক রফিকুল ইসলাম, সাংবাদিক কালিমুল্লাহ ইকবাল, এডভোকেট শহিদুল্লাহ প্রমুখ।